গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডা: মনমোহন সিং।

ডেস্ক: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডা: মনমোহন সিং। প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা সেভাবে ভালো নয়। জানা গিয়েছে, ৮৯ বছর বয়সী মনমোহন সিং জ্বরের সমস্যা নিয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে।পাশাপাশি শ্বাসকষ্ট জনিত সমস্যাতেও ভুগছেন তিনি। 

আরও পড়ুন: লখিমপুরে কৃষক হত্যার ঘটনার ন্যায় বিচার চেয়ে রাষ্ট্রপতির কাছে দরবার রাহুল প্রিয়াঙ্কার


জানা গিয়েছে, বুধবার দিল্লির এইমসের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়েছে তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, জ্বর এবং দুর্বলতা রয়েছে তাঁর। যদিও টুইট মারফত কংগ্রেস নেতা প্রণব ঝা জানান, মনমোহন সিংয়ের শারীরিক অবস্থা নিয়ে অকারণ উদ্বেগ ছড়িয়েছে। তিনি স্থিতিশীল। রুটিন চেক-আপ করা হবে। তিনি কেমন আছেন, সেই সংক্রান্ত সমস্ত আপডেট দেওয়া হবে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক