মুখ্যমন্ত্রীর নয়া নিরাপত্তা উপদেষ্টা হলেন কর্নাটক পুলিশের প্রাক্তন ডিজি রূপককুমার দত্ত

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হল কর্নাটক পুলিশের প্রাক্তন ডিজি রূপককুমার দত্তকে। তাঁর নিয়োগে সিলমোহর দিয়েছে রাজ্য মন্ত্রীসভা।

১৯৮১ সালের ব্যাচের আইপিএস রূপককুমার দত্ত এর আগে কর্নাটক পুলিশের ডিজির দায়িত্বে সামলেছেন। এর পাশাপাশি তিনি সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টর পদেও ছিলেন।

জানা গিয়েছে, সোমবার মন্ত্রীসভার বৈঠকে অনুমোদিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে মূলত সীমান্তবর্তী অঞ্চলের নিরাপত্তা ও রাজ্যের আইনশৃঙ্খলা বিষয়ে পরামর্শ দেবেন তিনি। প্রশাসনিক মহলের মতে তিনি রাজ্যের প্রশাসনিক উপদেষ্টা হিসাবেও কাজ করবেন।

সাম্প্রতিক ঘটনাবলির প্রেক্ষিতে এই নিয়োগের আলাদা তাৎপর্য রয়েছে বলে মনে করা হচ্ছে। রূপক সিবিআইয়ের প্রাক্তন স্পেশাল ডিরেক্টর। বর্তমান পরিস্থিতিতে সেই পরিচয়কেও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন