বাঁকুড়ার টানা ৯ বারের সাংস‌দ বাসুদেব আচারিয়া প্রয়াত

সিপিএমের বাঁকুড়ার প্রাক্তন সাংসদ তথা রেলওয়ে স্ট্যান্ডিং কমিটির প্রাক্তন চেয়ারম্যান বাসুদেব আচারিয়ার আজ জীবনাবসান হল। গত এক মাস ধরে অসুস্থ ছিলেন বাসুদেব আচারিয়া। হায়দরাবাদে চিকিৎসা চলাকালীন সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ মারা যান তিনি। মৃত্যুকালে এই রাজনীতিবিদের বয়স হয়েছিল ৮১ বছর।

১৯৪২ সালের ১১ জুলাই পুরুলিয়ায় জন্মগ্রহণ করেন বাসুদেব আচারিয়া। আর সেখানেই পড়াশোনা শুরু হয় তাঁর। ছাত্র বয়সে বামপন্থী আন্দোলনে যুক্ত হয়ে পড়েন তিনি। সিপিএমের কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্য ছিলেন বাসুদেব আচারিয়া। তিনি সিপিএমের ট্রেড ইউনিয়নের নেতা। রেলের শ্রমিক আন্দোলনেরও প্রধান নেতা ছিলেন তিনি। এ ছাড়াও আদিবাসীদের নানা ধরনের আন্দোলন এবং স্বাক্ষরতা অভিযানে পশ্চিমাঞ্চলের অন্যতম নেতা ছিলেন তিনি।

পশ্চিমবঙ্গের বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে ৯ বার সাংসদ হয়েছিলেন তিনি। তবে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা অভিনেত্রী মুনমুন সেনের কাছে হেরে যান তিনি। সংসদে বামপন্থীদের নেতা হিসেবে তাঁর সংসদীয় দক্ষতাও ছিল প্রশ্নাতীত।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন