পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মনমোহন সিংহের শেষকৃত্য সম্পন্ন

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শনিবার শেষকৃত্য সম্পন্ন হল ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের। সকালে তাঁর মরদেহ শায়িত রাখা হয় কংগ্রেসের সদর দফতরে। সেখানে কংগ্রেস নেতৃত্ব এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা জানান। এরপর যমুনা নদীর ধারে নিগমবোধ ঘাটে নিয়ে যাওয়া হয় তাঁর মরদেহ। সেখানেই সম্পন্ন হয় শেষকৃত্য

শেষকৃত্যের সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, কংগ্রেস নেতা সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খড়্গে, প্রিয়ঙ্কা গান্ধী-সহ বহু রাজনৈতিক নেতা। বিজেপি সভাপতি জেপি নড্ডা, কেন্দ্রীয় মন্ত্রীরা অমিত শাহ ও রাজনাথ সিংহ-সহ অন্য নেতারাও উপস্থিত ছিলেন। তৃণমূলের পক্ষ থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় ও মলয় ঘটক প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানান।

বিদেশ থেকেও মনমোহন সিংহের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে উপস্থিত থেকে শ্রদ্ধা জানান। থিম্পুর একটি বৌদ্ধগুম্ফায় বিশেষ প্রার্থনার আয়োজন করে ভুটান সরকার। একইসঙ্গে ভুটান ও মরিশাস তাদের দূতাবাস এবং উপদূতাবাসে পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নেয়।

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?