Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
শিরোমণি আকালি প্রধান সুখবীর বাদলকে লক্ষ্য করে গুলি, জনতার হাতে পাকড়াও প্রাক্তন সন্ত্রাসবাদী - NewsOnly24

শিরোমণি আকালি প্রধান সুখবীর বাদলকে লক্ষ্য করে গুলি, জনতার হাতে পাকড়াও প্রাক্তন সন্ত্রাসবাদী

অমৃতসর স্বর্ণ মন্দিরের প্রবেশপথে বুধবার শিরোমণি আকালি দলের নেতা সুখবীর সিংহ বাদলের ওপর গুলি চালায় প্রাক্তন বাব্বর খালসা ইন্টারন্যাশনাল (বিকেআই) সন্ত্রাসবাদী নারায়ণ সিংহ চৌরা। ঘটনাস্থলেই উপস্থিত জনতা তাকে ধরে ফেলে এবং পুলিশের হাতে তুলে দেয়।

অল্পের জন্য প্রাণে বেঁচে যান সুখবীর বাদল। ঘটনার সময় তিনি হুইলচেয়ারে বসা অবস্থায় ছিলেন এবং ধর্মীয় রীতি মেনে তাঁর হাতে একটি বর্শা ছিল। গুলি চালানোর মুহূর্তে আশেপাশের মন্দির কর্মীরা দ্রুত চৌরাকে কাবু করে ফেলেন।

অভিযোগ, নারায়ণ সিংহ চৌরা ১৯৮৪ সালে পাকিস্তানে পালিয়ে যান এবং সেখান থেকে পঞ্জাবে অস্ত্র ও বিস্ফোরক চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন। পাকিস্তানে থাকাকালীন তিনি গেরিলা যুদ্ধ নিয়ে একটি বই লিখেছিলেন। ২০০৪ সালের বরাইল জেলকাণ্ডে তার নাম জড়ায়, যেখানে একটি ৯৪ ফুট দীর্ঘ সুড়ঙ্গ খুঁড়ে চারজন বন্দি পালিয়ে যায়। চৌরার বিরুদ্ধে পঞ্জাবের বিভিন্ন জেলায় একাধিক মামলা চলছে।

সুখবীর বাদল সম্প্রতি শিখদের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ আকাল তাখতের নির্দেশে স্বর্ণ মন্দিরে প্রহরীর কাজ শুরু করেছিলেন। ২০০৭ থেকে ২০১৭ সালের মধ্যে শিরোমণি আকালি দলের শাসনকালে ঘটে যাওয়া পবিত্র গ্রন্থ অবমাননা এবং পুলিশের গুলি চালানোর মতো ঘটনাগুলির জন্য এই শাস্তি দেওয়া হয় তাঁকে।

পুলিশ আধিকারিক হরপাল সিংহ জানান, “নিরাপত্তা যথাযথ ছিল। হামলাকারী অরাজকতা সৃষ্টির চেষ্টা করলেও সফল হয়নি।” জনতার দ্রুত পদক্ষেপে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

এই ঘটনার পর, এমনকি জেড প্লাস নিরাপত্তা থাকা সত্ত্বেও সুখবীর বাদলের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে।

Related posts

নজরে অস্বাভাবিক ধান বিক্রি : ফড়ে-চক্র রুখতে জেলায় জেলায় অভিযান খাদ্যদপ্তরের

আবাসনে বুথ তৈরির সিদ্ধান্ত থেকে পিছিয়ে গেল নির্বাচন কমিশন, চিঠি দিয়ে আপত্তি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী

কোচবিহারে প্রশাসনিক সভা: সীমান্ত এলাকায় পুলিশকে ‘প্রো অ্যাকটিভ’ হওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর মমতার