রেশন দুর্নীতি মামলায় অবশেষে জামিন পেলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বুধবার কলকাতার বিচারভবন তাঁকে জামিন দিলে সন্ধ্যায় প্রেসিডেন্সি জেল থেকে মুক্তি পান তিনি।
জামিনের খবর পাওয়ার পর প্রেসিডেন্সি জেলের বাইরে ভিড় জমিয়েছিলেন তাঁর অনুগামীরা। উপস্থিত ছিলেন তাঁর মেয়ে প্রিয়দর্শিনী মল্লিকও। বিকেল সাড়ে ৫টা নাগাদ জেল থেকে বের হন প্রাক্তন মন্ত্রী। তবে জেলের বাইরে তিনি কোনও মন্তব্য না করেই সল্টলেকের বাড়ির উদ্দেশে রওনা দেন।
ইডি তদন্তের সময় জ্যোতিপ্রিয়কে রেশন দুর্নীতির মূল হোতা হিসেবে বর্ণনা করেছিল। তাদের দাবি ছিল, জ্যোতিপ্রিয় এই দুর্নীতির ‘রিং মাস্টার’। তদন্তে তাঁর বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ উঠে আসে। জ্যোতিপ্রিয়কে গ্রেফতারের পর প্রথমে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হলেও পরে সুস্থ হয়ে জেলে ফেরেন তিনি।
এতদিন জামিন না পেলেও বুধবার আদালত তাঁকে জামিন মঞ্জুর করে। জামিনের শর্ত হিসেবে আদালত নির্দেশ দিয়েছে, রেশন দুর্নীতি সংক্রান্ত বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে পারবেন না।
গ্রেফতারের পর থেকেই জ্যোতিপ্রিয়র পাশে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি ছিল, বিজেপির ষড়যন্ত্রের ফলেই এই গ্রেফতারি। তবে, একই ধরনের দুর্নীতির মামলায় ধৃত প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখনও জামিন পাননি।