Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
দামোদরে একসঙ্গে তলিয়ে গেল ৪ বন্ধু - NewsOnly24

দামোদরে একসঙ্গে তলিয়ে গেল ৪ বন্ধু

হাওড়ার উদয়নারায়ণপুরের নয়াচক গ্রামে শুক্রবার সকালে দামোদরে স্নান করতে গিয়ে তলিয়ে যেতে শুরু করে মোট ১১ জন। এদের মধ্যে জলে পুরোপুরি তলিয়ে গিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে বলে অনুমান স্থানীয়দের। কারণ সকালে এই ঘটনার পর এখনও পর্যন্ত ওই চার যুবকের কোনও খোঁজ মেলেনি এবং তাদের দেহও পাওয়া যায়নি। ওই চার যুবকের দেহ উদ্ধারে তল্লাশি চালানো হচ্ছে।

বৃহস্পতিবার আমতার বালিচক অঞ্চলের শাচক গ্রামে কালীপুজোয় গিয়েছিল শানপুরের ১১ বন্ধু। এরপর সকালের দিকে নয়াচক গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া দামোদরে স্নানের উদ্দেশ্যে নামে ওই ১১ জন। কিন্তু জলে নামার পরেই আচমকা জলের স্রোতের কারণে তলিয়ে যেতে থাকে ১১ জনই। দ্রুত গ্রামবাসীরা তাঁদের উদ্ধার করার চেষ্টা করলেও ৪ জন যুবককে উদ্ধারের কাজে নেমে পড়ে। এই সময় ৭ বন্ধু কোনক্রমে সাঁতরে উঠে আসতে পারলেও ৪ জন পুরোপুরি তলিয়ে যায়, সন্ধ্যা পর্যন্ত যাদের কোনও সন্ধান পাওয়া যায়নি।

যে চারজন এখনও নিখোঁজ, তাদের নাম তন্ময় দাস, সুমন সাঁপুই, শুভজিৎ মণ্ডল, স্বর্ণেন্দু পাত্র। তাঁরা সকলেই হাওড়ার বাসিন্দা। জানা গিয়েছে যে চার বন্ধু একসঙ্গে তলিয়ে গিয়েছে, তাদের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে।

Related posts

‘দু’গালে কষিয়ে থাপ্পড় মেরেছে সুপ্রিম কোর্ট,’ এসআইআর নিয়ে শীর্ষ আদালতের নির্দেশের পর কমিশন-বিজেপিকে তোপ অভিষেকের

এসআইআর অসঙ্গতির তালিকা প্রকাশ্যে টাঙাতে, নথি নিলে দিতে হবে রশিদ, কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের

এসআইআর নোটিস মন্ত্রী তাজমুলকে, শুনানিতে ডাক নওশাদেরও