রাজৌরি: জম্মু এবং কাশ্মীরে ফের সেনা জঙ্গি সংঘর্ষে প্রাণ গেল দুই সেনা কর্তা এবং দু’জন সেনা জওয়ানের। আহত হয়েছেন এক মেজর এবং এক জওয়ানও। তাঁদের উধমপুরে ভারতীয় সেনার কম্যান্ড হাসপাতালে ভরতি করা হয়েছে। জম্মু এবং কাশ্মীরের রাজৌরি জেলার কালাকোটের জঙ্গলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গিয়েছে, ওই জঙ্গলের মধ্যে জঙ্গিরা লুকিয়ে আছে খবর পেয়েই বিশেষ বাহিনী এবং পুলিশ মিলে যৌথ অভিযান চালায়। নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৯ নভেম্বর রাজৌরি জেলার গুলাবগঢ় জঙ্গলের কালাকোটে এলাকায় যৌথ অভিযান শুরু করা হয়। ২২ নভেম্বর জঙ্গিদের হদিশ মেলে। তখনই তাদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা।
ভারতীয় সেনার হোয়াইট নাইট কোরের তরফে জানানো হয়েছে, জঙ্গিরা আহত হয়েছে। তাদের ঘিরে ফেরা হয়েছে। চলছে অপারেশন। ভারতীয় সেনার ঐতিহ্য মতো মহিলা এবং শিশুদের বাঁচানোর চেষ্টা করেন জওয়ান ও অফিসাররা। নিজেদের সাহসিকতার পরিচয় দেন তাঁরা।
গত সপ্তাহেও রাজৌরিতেই নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক জঙ্গির মৃত্যু হয়েছিল৷ সেনা, পুলিশ এবং সিআরপিএফ-এর যৌথ অভিযান চলাকালীন বুধহাল তেহসিলের গুলার- বেহরোত এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ বাঁধে। সেই সংঘর্ষে প্রাণ হারায় এক জঙ্গি।