রাজ্যের চার পুর নিগমের ভোটই শান্তিপূর্ণ তাই পুনর্নির্বাচন নয়, জানাল নির্বাচন কমিশন

চার পুর নিগমের নির্বাচনের দিন ভোট লুঠ ও সন্ত্রাসের মতন বিরোধীদের তোলা যাবতীয় অভিযোগ সরাসরি খারিজ করে দিল রাজ্য নির্বাচন কমিশন। একইসঙ্গে বিরোধীদের আনা পুনর্নির্বাচনের দাবিকেও নস্যাৎ করল রাজ্য নির্বাচন কমিশন।

কমিশনের বক্তব্য, চার পুরনিগমের ভোটে দু-একটি বিক্ষিপ্ত ঘটনা বাদ দিলে সেভাবে কোনও অশান্তির ঘটনাই ঘটেনি। কমিশনের নিজস্ব স্ক্রুটিনিতেও কোনও গরমিল পাওয়া যায়নি বলে জানায় রাজ্য নির্বাচন কমিশন।

আর এই কারণেই পুনর্নির্বাচনেরও আর কোনও প্রয়োজনীয়তা নেই বলেই অভিমত রাজ্য নির্বাচন কমিশনের। আর কমিশনের এই সিদ্ধান্ত মোতাবেক যেহেতু কোথাও কোনোও রকম পুনর্নির্বাচনের বিষয় থাকছে না, তাই বিধাননগর, চন্দননগর, আসানসোল ও শিলিগুড়ি পুরনিগমে ভোটের ফল ঘোষণা করা হবে সোমবার ১৪ ফেব্রুয়ারি।

অপর দিকে এই চার পুর নিগমে নির্বাচনের নামে প্রহসন হয়েছে বলে অভিযোগ তুলেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। আর এই প্রহসনের প্রতিবাদে সোমবার রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভের ডাকও দিয়েছে বিজেপি। জানা গিয়েছে, এদিন সমস্ত জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিজেপি।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক