কলকাতা: আগামী ২৭ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার পাঁচ আসনে নির্বাচন। ইতিমধ্যেই রাজ্যসভা নির্বাচনে নিজেদের প্রার্থীতালিকা ঘোষণা করেছে তৃণমূল। একটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। জানা গিয়েছে, আজ, মঙ্গলবার পশ্চিমবঙ্গ থেকে চার জন রাজ্যসভার প্রার্থী মনোনয়নপত্র জমা দেবেন বিধানসভার সচিবালয়ে।
গত রবিবার চার প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল। তাতে রাজ্যসভার সাংসদদের মধ্যে নাদিমুল হককে ফের টিকিট দেওয়া হয়েছে। এই নিয়ে তিন বার তিনি তৃণমূলের হয়ে রাজ্যসভায় যাবেন। অন্য প্রার্থী হলেন প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব, বনগাঁর প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর এবং সাংবাদিক সাগরিকা ঘোষ। অন্য দিকে, বিজেপি প্রার্থী করেছে শমীক ভট্টাচার্যকে।
শাসক দল সূত্রে খবর, সোমবার সপ্তাহের প্রথম দিন তাঁদের মনোনয়ন সংক্রান্ত যাবতীয় কাজ সেরে ফেলেছে তৃণমূল পরিষদীয় দল। তৃণমূল প্রার্থী সুস্মিতা দেব, মমতাবালা ঠাকুর এবং নাদিমুল হক এ দিন মনোনয়ন জমা দেবেন। বৃহস্পতিবার মনোনয়ন জমা দেবেন তৃণমূলের আর এক প্রার্থী সাগরিকা ঘোষ।
বিজেপি প্রাথী শমীক ভট্টাচার্যও সোমবার বিধানসভায় এসে নিজের যাবতীয় কাজ সেরে গিয়েছেন। মঙ্গলবারই মনোনয়নপত্র জমা দেবেন শমীক।