দক্ষিণ কলকাতার বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনিতে একটি চারতলা ফ্ল্যাটবাড়ি হেলে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের সূত্রে জানা গিয়েছে, ‘শুভ অ্যাপার্টমেন্ট’ নামে ওই ফ্ল্যাটবাড়ির সমস্ত বাসিন্দাকে আগেই নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল, ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
স্থানীয়দের দাবি, বাড়িটির আগেই ফাটল ধরেছিল। কলকাতা পুরসভার ৯৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত এই বাড়িটি নিয়ম লঙ্ঘন করে নির্মাণ করা হয় বলে অভিযোগ। যেখানে ওই এলাকায় তিন তলা ফ্ল্যাট তৈরির অনুমতি দেওয়া হয়, সেখানে চার তলা নির্মাণ করা হয়েছিল।
বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দিচ্ছে। এখনও পর্যন্ত হেলে পড়ার কারণ নিশ্চিত হয়নি। তবে নির্মাণের গাফিলতির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
স্থানীয় বাসিন্দারা গার্ডেনরিচের নির্মীয়মাণ বাড়ি ভেঙে পড়ার ঘটনা মনে করে আতঙ্কিত হয়ে পড়েছেন। ২০২৩ সালের ওই দুর্ঘটনায় বেআইনি নির্মাণের কারণে ১৩ জনের প্রাণহানি হয়েছিল। বাঘাযতীনের এই ঘটনা আবারও পুর কর্তৃপক্ষের নির্মাণ তদারকিতে গাফিলতির প্রশ্ন তুলছে।