SSC মামলা : চার সপ্তাহ সময় পেলেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

SSC মামলায় আরও চার সপ্তাহের জন্য স্বস্তি পেলেন পার্থ চট্টোপাধ্যায়। বুধবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, আগামী ১৩ মে পর্যন্ত SSC সংক্রান্ত কোনও মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে তলব বা জিজ্ঞাসাবাদ করতে পারবে না সিবিআই। আগামী ১৩ মে মামলার পরবর্তী শুনানি।

মঙ্গলবারই কলকাতা হাইকোর্টের বিচারপতি আনন্দ কুমার মুখোপাধ্যায় এবং বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ বুধবার সকাল সাড়ে দশটা পর্যন্ত সিঙ্গল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিল। এদিন মামলার শুনানি শুরু হয়। ডিভিশন বেঞ্চ এই নির্দেশ আরও কয়েকদিনের জন্য জারি রাখল। অর্থাৎ, আগামী ১৩ মে পর্যন্ত SSC সংক্রান্ত কোনও মামলায় সিবিআই কোনও পদক্ষেপ করতে পারবে না।

পাশাপাশি ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, এসএসসি মামলায় বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বে তদন্ত কমিটি যেমন তদন্ত করেছে তেমনই তদন্ত করবে। জানা যাচ্ছে, বাগ কমিটির চেয়ারপার্সন তদন্তের দায়িত্ব থেকে পদত্যাগ করতে চেয়েছিলেন। কিন্তু আদালত জানিয়ে দিল সেই পদত্যাগপত্র গ্রহণযোগ্য নয়। অর্থাৎ, এই কমিটিই এখন তদন্ত চালিয়ে যাবে। সিবিআই এখন কোনও পদক্ষেপ করতে পারবে না। তবে বাগ কমিটি ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে তাদের প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে।

অপরদিকে বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কট নিয়ে বুধবার সকাল থেকেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় হাইকোর্ট চত্বরে। এদিন সকাল থেকেই ১৭ নং কোর্টের বাইরে বিক্ষোভ দেখান বয়কটপন্থী আইনজীবীরা। অন্যান্য আইনজীবীরা এজলাসে ঢুকতে গেলে তাদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে।

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে