সরকারি ও আধা সরকারি কর্মচারীদের কোভিড টিকাকরণের সিদ্ধান্ত রাজ্যের

ওয়েবডেস্ক : রাজ্য সরকার এবার সব সরকারি ও আধা সরকারি কর্মচারীদের ভ্যাকসিন দেবার সিদ্ধান্ত নিয়েছে।

প্রথম ধাপে চিকিৎসক, স্বাস্থ্য কর্মী ও পুলিশের মত প্রথম সারির সাত লক্ষেরও বেশি করোনা যোদ্ধাদের টিকাকরণের পর , এইবার বিভিন্ন দপ্তরের সব স্তরের কর্মচারী, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীদের ভ্যাকসিন দেবার কাজ শুরু করা হবে।

আরও পড়ুন : করোনায় আক্রান্ত বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, রয়েছেন বাড়িতেই

মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আজ এ কথা জানিয়েছেন । নবান্নে তিনি সাংবাদিকদের বলেন , এ ক্ষেত্রে অগ্ৰাধিকারের ভিত্তিতে পর্যায়ক্রমে টিকাকরণ করা হবে ।


টিকাকরণের জন্য এই সংক্রান্ত অ্যাপে তাদের নাম নথিভুক্ত করার আবেদন জানিয়েছেন মুখ্য সচিব ।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক