বড়বাজার থেকে পার্ক স্ট্রিট— নিরাপত্তা নিয়ে ‘রাফ অ্যান্ড টাফ’ মমতা বন্দ্যোপাধ্যায়

বড়বাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যুর পরে বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে ফেরার পথে আচমকা চলে যান পার্ক স্ট্রিটে। ‘সারপ্রাইজ় ভিজ়িটে’ একাধিক রেস্তরাঁ ঘুরে খতিয়ে দেখেন নিরাপত্তা ব্যবস্থা।

পার্ক স্ট্রিটের রেস্তরাঁগুলি ঘুরে মমতা বলেন, “এখানে এত গ্যাস সিলিন্ডার! যদি ফেটে যায়, তা হলে তো ৫০ হাজার লোক মরে যাবে!” দৃশ্যত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী দ্রুত সমন্বয় বৈঠকের নির্দেশ দেন পুরসভা, পুলিশ ও দমকলকে। জানান, রেস্তরাঁগুলিকে ছাদ বন্ধ করতে বলা যাবে না, তবে নিরাপত্তা নিশ্চিত করতেই হবে।

একইসঙ্গে বড়বাজারের হোটেলে আগুন লাগার ঘটনায় স্পষ্ট বার্তা দেন মমতা— “ইমার্জেন্সির জন্য সব সময় বিকল্প ব্যবস্থা রাখা উচিত। যারা রাখে না, তাদের ক্ষমা করা উচিত নয়। আমি কিন্তু রাফ অ্যান্ড টাফ!”

পর্যবেক্ষকদের মতে, মুখ্যমন্ত্রীর এই হঠাৎ অভিযান কলকাতায় জনসমাগমস্থলে অগ্নিনির্বাপণ ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার আরও কড়া প্রশাসনিক পদক্ষেপের পূর্বাভাস দিচ্ছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক