সুগার, প্রেশার থেকে শুরু করে ক্যানসার! আজ থেকে এক ধাক্কায় বাড়ছে ৭৪৮টি ওষুধের দাম

প্রতীকী ছবি

১ এপ্রিল থেকে দেশজুড়ে বাড়ছে অত্যাবশ্যকীয় ওষুধের দাম। প্রেশার, সুগার, গ্যাস, জ্বর, বমি, রক্ত পাতলা করা, হাঁপানি, সিজোফ্রেনিয়া সহ মানসিক ওষুধ, এমনকি এইডসের চিকিৎসায় ব্যবহৃত একাধিক ওষুধের দাম ১.৭৪ শতাংশ হারে বাড়ছে।

ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (এনপিপিএ) পাইকারি মূল্যবৃদ্ধির সূচক মেনে এই পরিবর্তনের অনুমোদন দিয়েছে। ২০১৩ সালের কেন্দ্রীয় ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডার (ডিপিসিও) অনুযায়ী, ওষুধের দামের নতুন ঊর্ধ্বসীমা নির্ধারিত হয়েছে।

মোট ৭৪৮টি অত্যাবশ্যকীয় ওষুধ এবং তাদের বিভিন্ন প্যাকেজিং ও ফর্মুলেশনের উপর এই দাম বৃদ্ধি প্রযোজ্য হবে। বিশেষজ্ঞদের মতে, ওষুধের দামে এই বৃদ্ধি সাধারণ মানুষের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে পারে, বিশেষ করে দীর্ঘমেয়াদি চিকিৎসার ক্ষেত্রে। তবে সরকার এখনও কোনও ভর্তুকির ব্যবস্থা ঘোষণা করেনি।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক