জি-২০ সম্মেলনের কারণে রাজধানী দিল্লির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সর্বত্র পুলিশ ও সেনার ক্যাম্প। মধ্য দিল্লির অনেক এলাকায় আরও কঠোরতার কারণে সেখানে লকডাউনের মতো পরিস্থিতি চোখে পড়ছে।
দিল্লি পুলিশ অনেক জায়গায় যানবাহন চলাচল নিষিদ্ধ করেছে, যার কারণে রাস্তাগুলি নির্জন। ইতিমধ্যেই নয়াদিল্লিকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। তবে শনিবার থেকে আরও কড়াকড়ি শুরু হবে। নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল। কার্যত অঘোষিত কারফিউ জারি থাকবে রাজধানীতে। শর্ত আরোপ করা হবে বিমানের ওঠানামার ক্ষেত্রেও।
আজ রাজধানীতে আসবেন জো বিডেন, ঋষি সুনক, ট্রুডো-সহ অনেক দেশের নেতারা। এখন ডিআরডিও তাদের নিরাপত্তা জোরদার করতে মাঠে নেমে পড়েছে। ডিআরডিও এমন একটি নিরাপত্তা ব্যবস্থা তৈরি করেছে, যা দেখলে যাবেন।
উল্লেখ্য, জাতীয় রাজধানী দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলন আয়োজন করা হয়েছে এ বারে। ৯-১০ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সম্মেলন। এই সম্মেলনের জন্য অনেক দেশের রাষ্ট্রনেতারা ভারতে আসছেন। বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রনেতারা ইতিমধ্যেই আসতে শুরু করেছেন দিল্লিতে। বুধবার থেকেই একে একে এসে পৌঁছচ্ছেন তাঁরা।