শর্ত সাপেক্ষে গঙ্গাসাগরে অনুমতি কলকাতা হাইকোর্টের

শেষ পর্যন্ত এবারের গঙ্গাসাগর মেলায় সবুজ সংকেত দিল কলকাতা হাইকোর্ট। তবে এই মেলা আয়োজনের ক্ষেত্রে বেশ কিছু শর্ত জারি করেছে আদালত।

শর্তসাপেক্ষে শুক্রবার গঙ্গাসাগর মেলার আয়োজনে সম্মতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। করোনা সংক্রমণের আবহে এ বছরে গঙ্গাসাগর মেলা বন্ধ রাখার আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন এক চিকিৎসক। বুধবার এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি কেসাং ডোমা ভুটিয়ার ডিভিশন বেঞ্চ জানিয়েছিলেন বিশেষ পর্যবেক্ষণের কথা।

এই মামলার আবেদনকারীর বক্তব্য ছিল, যদি করোনার কারণে বন্ধ রাখা হতে পারে চার ধাম যাত্রা তাহলে গঙ্গাসাগর নয় কেন?

শুক্রবার এই মামলায় রাজ্য সরকারের অবস্থান জানার পর আদালত জানায় কোভিড বিধি পুরোপুরি মেনে তবেই মেলায় সাধারণ মানুষকে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে। যথেষ্ট পরিমাণ মাক ও স্যানিটাইজার এর ব্যবস্থাও রাখতে হবে বলেও নির্দেশ দেয় আদালত। পর্যাপ্ত পরিমাণ চিকিৎসক এবং অ্যাম্বুলেন্স এর ব্যাবস্থা রাখার কথাও উল্লেখ করা হয়।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন