গঙ্গাসাগর মেলার প্রাক্কালে দক্ষিণ ২৪ পরগনায় একাধিক উন্নয়ন প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রায় ১৫৩ কোটি টাকা মূল্যের প্রকল্পগুলি থেকে উপকৃত হবেন প্রায় ১৯ লক্ষ মানুষ, এমনটাই দাবি প্রশাসনের। জেলার উন্নয়নে তিনটি নতুন সেতু তৈরির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। দ্বারকা এবং পিয়ালি নদীর ওপর তৈরি হতে যাওয়া এই সেতুগুলিতে ব্যয় হবে প্রায় ৪০ কোটি টাকা। এছাড়াও, পাথরপ্রতিমায় চালু হচ্ছে চারটি নতুন ভেসেল পরিষেবা।
মেলার পুণ্যার্থীদের জন্য মুড়িগঙ্গা নদীতে ড্রেজিং করে গভীরতা বাড়ানো হচ্ছে। পরিবেশ রক্ষার জন্য মেলায় প্লাস্টিক নিষিদ্ধ করা হয়েছে। বার্জ, লঞ্চ এবং ভেসেলে জিপিএস ট্র্যাকিং ব্যবস্থা থাকবে। পুণ্যার্থীদের হাতে পরিবেশবান্ধব ব্যাগ তুলে দেওয়ার পরিকল্পনাও করা হয়েছে। মেলায় কাজ করা কর্মী, পঞ্চায়েতের সদস্য, বিদ্যুৎ এবং পিডাব্লুডি কর্মী ও সাংবাদিকদের জন্য থাকছে ৫ লক্ষ টাকার বিমা সুবিধা। যেকোনো দুর্ঘটনার ক্ষেত্রে এই বিমার আওতায় সহায়তা মিলবে।
মেলা চলাকালীন অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, নেভি, কোস্টাল গার্ড এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলিকে সীমান্ত নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। জল, স্থল এবং আকাশপথে থাকবে কড়া নিরাপত্তা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এবারের মেলা নেগেটিভ প্রচার থেকে মুক্ত রেখে সুষ্ঠু এবং পরিবেশবান্ধব করার লক্ষ্য নিয়েই কাজ করছে রাজ্য সরকার।