কথায় বলে, আলপিন টু এলিফ্যান্ট, আজকাল সব কিছুই মেলে অনলাইনে। এই কথার রেস ধরেই বলা যায়, এবার আর কষ্ট করে গঙ্গাসাগর না গিয়েও বাড়ি বসেই লাভ করতে পারবেন গঙ্গাসাগর এর আংশিক পূণ্য। কারণ এবার বাড়ি বসেই আপনি পেয়ে যাবেন গঙ্গাসাগর এর পূণ্য জল এবং প্রসাদ। সেটাও আবার শুধুমাত্র অনলাইনে অর্ডারের মাধ্যমে।
এবারের গঙ্গাসাগর মেলা নিয়ে নবান্নে একটি বিশেষ বৈঠক ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক থেকেই এই অভিনব সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে প্রতি বছরই কিছু না কিছু উপহার রাজ্যের মানুষকে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও রাজ্যের এবং রাজ্যের বাইরের পুণ্যার্থীদের জন্য তাঁর পক্ষ থেকে রইল এই অনলাইনে গঙ্গাসাগর এর জল ও প্রসাদ এর অভিনব উপহার। যার দ্বারা নিঃসন্দেহে উপকৃত হবেন হাজার হাজার পুণ্যার্থী, এটা নিশ্চিত করেই বলাই যায়।
এছাড়াও এদিনের এই বিশেষ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, এবারের গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে অতিরিক্ত বাস ও ট্রেন এর ব্যবস্থা করবে রাজ্য প্রশাসন।