Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
সুখবর! জোকা-তারাতলার পর পরবর্তী ট্রায়াল রান গড়িয়া-রুবি মেট্রো রুটে - NewsOnly24

সুখবর! জোকা-তারাতলার পর পরবর্তী ট্রায়াল রান গড়িয়া-রুবি মেট্রো রুটে

কলকাতা: এ বার শুরু হতে চলেছে কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত মেট্রোর ট্রায়াল রান! পুজোর পরই ট্রায়াল রান। মেট্রো রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা জানিয়েছেন, সব কিছু ঠিকঠাক থাকলে নভেম্বর মাসেই এই ৬ কিলোমিটার পথে মেট্রো চলতে পারে।

মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, পুজোর পরেই কবি সুভাষ (গড়িয়া) থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) পর্যন্ত মেট্রোর ট্রায়াল শুরু হবে। যদিও এই রুটটি গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত বিস্তৃত। তবে ৩২ কিলোমিটারের বদলে আপাতত পরিষেবা শুরু হবে গড়িয়া-এয়ারপোর্ট ফেজ-১ অর্থাৎ ৬.২ কিলোমিটার পথে।

ইতিমধ্যেই ট্রায়াল রানের প্রস্তুতি শুরু হয়েছে। জানা গিয়েছে, একটি নন-এসি রেকেই গড়িয়া থেকে রুবি পর্যন্ত ট্রায়াল রান চালানো হবে। নোয়াপাড়া কারশেড থেকে এই নন-এসি রেক আনা হবে কবি সুভাষ স্টেশনে। এই পরিষেবা চালু হয়ে গেলে নিত্যযাত্রীরা যে বাড়তি সুবিধা পাবেন, তা বলাই বাহুল্য।

তবে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, ট্রায়াল রান সম্পন্ন হলেও আপাতত এই ৫টি স্টেশনে ‘ওয়ান ট্রেন ওনলি’ পদ্ধতিতেই মেট্রো চলবে। অর্থাৎ, একবার একটিই রেক চালানো হবে। সেটি গন্তব্যস্থলে পৌঁছলে ফের অন্য রেক যাত্রা শুরু করবে। এই লাইনে উন্নতমানের সিগননালিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। যা নিয়ে একাধিক সমস্যা দেখা দিলেও বর্তমানে সেই ত্রুটি কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। অন্য দিকে, অভিষিক্তা মোড়ে উড়ালপুলের কাজ দীর্ঘদিন জমি জটে আটকে ছিল। জমি জট কাটতেই সেই কাজও শেষ হয়েছে।

আরও পড়ুন: বিশ্বকর্মা পুজোয় আকাশের মুখভার, মহালয়ার আগেও বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

Related posts

এসআইআর নোটিস মন্ত্রী তাজমুলকে, শুনানিতে ডাক নওশাদেরও

এসএসসি মামলায় বয়সছাড়ে ব্রেক, হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

নাগরিকত্বের প্রমাণ চাওয়া হল নেতাজির প্রপৌত্রের কাছেও! এসআইআর নোটিসে তীব্র বিতর্ক