তাজপুর বন্দরে ২৫ হাজার কোটি টাকা বিনিয়োগ, কয়েক লক্ষ কর্মসংস্থানে আশাবাদী রাজ্যে

কলকাতা: তাজপুর বন্দর নির্মাণের দায়িত্ব পাচ্ছে আদানি গোষ্ঠীই, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিলমোহর। শীঘ্রই ‘লেটার অফ ইনটেন্ড’ হাতে দিয়ে তাঁদের আহ্বান জানাবেন মুখ্যমন্ত্রী। সোমবার সাংবাদিক সম্মেলনে এ কথা জানান রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

মন্ত্রিসভার বৈঠক শেষে ফিরহাদ জানান, ২৫ হাজার কোটি টাকা বিনিয়োগে তাজপুর বন্দর তৈরির ছাড়পত্র দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আয়োজিত ওই বৈঠকে নতুন সমুদ্র বন্দর গড়ার দায়িত্ব পেয়েছে আদানি গোষ্ঠী।

এর ফলে তাজপুর সমুদ্র বন্দর নির্মাণের কাজ আরও এক ধাপ এগিয়ে গেল। মন্ত্রী বলেন, “অনেক দিন ধরেই তাজপুরে বন্দর করার জন্য টেন্ডার ও ডিপিআর প্রসেস চলছিল। দু’জন অংশগ্রহণ করেছিল এ বিষয়ে। তাজপুর বন্দর করতে সর্বোচ্চ দরপত্র দিয়েছে আদানি গোষ্ঠী”।

তিনি আরও বলেন, এর ফলে রাজ্যে কয়েক লক্ষ লোকের কর্মসংস্থান হবে। এই নির্মাণে কেন্দ্রীয় সরকার কোনো রকম সাহায্য করেনি। রাজ্য নিজেই উদ্যোগী হয়ে রাজ্য ব্যবস্থা করেছে বলে দাবি করেছেন তিনি।

প্রসঙ্গত, হলদিয়া, তাজপুরে বন্দরে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছিলেন স্বয়ং গৌতম আদানি। তিনি ও তাঁর ছেলে করণ আদানি নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎও করেন। তখন থেকেই জল্পনা চলছিল, রাজ্যে বিনিয়োগ করতে চলেছেন আদানিরা। বিশেষ করে বন্দরে লগ্নির জল্পনা। মাস কয়েক আগে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনেও গৌতম আদানি তাজপুর বন্দর নিয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন।

আরও পড়ুন: রাজ্যে অতি সক্রিয় ইডি-সিবিআই, বিরোধিতায় প্রস্তাব পাশ হয়ে গেল বিধানসভায়

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক