প্রথম পাতা খবর বিধিনিষেধ ভেঙে পুরসভা ঘেরাও কর্মসূচিতে নামছে গেরুয়া শিবির

বিধিনিষেধ ভেঙে পুরসভা ঘেরাও কর্মসূচিতে নামছে গেরুয়া শিবির

323 views
A+A-
Reset

ডেস্ক: সোমবার কলকাতা পুরসভা ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি। করোনা পরিস্থিতিতে রাজ্যে কড়া বিধিনিষেধ ১৫ জুলাই পর্যন্ত বাড়িয়েছে সরকার। সেই লকডাউন ভেঙে কলকাতা পুরসভা ঘেরাওয়ের পরিকল্পনা করেছে গেরুয়া শিবির। জাল ভ্যাকসিন-কাণ্ডে তারা শহর উত্তাল করতে বদ্ধপরিকর। 

সূত্রের খবর, বাইরের জেলা থেকে নয়, বরং কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চল থেকেই কর্মীদের এনে পুরসভা ঘেরাওয়ের পরিকল্পনা নিয়েছে গেরুয়া শিবির। কিন্তু তাতেও যে পুলিশের তরফে বাধা আসবে, তা বিলক্ষণ জানেন গেরুয়া শিবিরের নেতারা। তাই ‘গোপন’ অভিযানের রুটম্যাপ তৈরি করে রেখেছেন তাঁরা। গেরুয়া শিবিরের অন্দরের খবর, মূলত মহিলাদের সামনে রেখেই হবে অভিযান। তাতে পুলিশি বাধার পরিমাণ কিছুটা কম হলেও হতে পারে। কিন্তু কোন পথ দিয়ে হবে ওই ঘেরাও অভিযান, তা গোপনই রাখতে চাইছে গেরুয়া শিবির। 

আরও পড়ুন: কামারহাটির তৃণমূলের পার্টি অফিসে হামলা, গুলি তৃণমূল কর্মীকে, প্রতিবাদ মিছিলের ডাক মদন মিত্রের

ভ্যাকসিন-কাণ্ড নিয়ে দলের সব নেতারা সরব। কিন্তু বিক্ষোভ দেখানোর সুযোগ নেই। লকডাউন পরিস্থিতিতে জমায়েতের অনুমতি মিলবে না। তাই পুরসভা ঘেরাওয়ের পরিকল্পনা করা হয়েছে পুলিশকে না জানিয়ে। রাজ্য সরকার এখনই লোকাল ট্রেন চালু করবে না। তারা বিজেপিকে আন্দোলনে নামতে দিতে চায় না।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.