নয়াদিল্লি: কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ-সহ সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন বর্ষীয়াণ নেতা গুলাম নবী আজাদ। কয়েকদিন আগে জম্মু-কাশ্মীরের নির্বাচন কমিটির চেয়ারম্যান থেকে কয়েক দিনে আগে ইস্তফা দিয়েছিলেন তিনি। এবার কংগ্রেস ত্যাগ করলেন তিনি।
প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর দলের অন্তবর্তী সভাপতি সনিয়া গান্ধীকে একটি পাঁচ পৃষ্ঠার চিঠি পাঠিয়েছেন। সেই চিঠিতে রয়েছে তাঁর আবেগঘন স্মৃতিচারণ, ইন্দিরা গান্ধীর সঙ্গে সম্পর্কে কথা।
সেই চিঠিতে নির্বাচনে একের পর একের ব্যর্থতার জন্য তিনি রাহুল গান্ধীর দিকে আহুল তুলেছেন। তিনি লিখেছেন, ‘রাহুল গান্ধি দলে সক্রিয় হওয়ার পর দল কার্যত ধ্বংসের দিকে এগোচ্ছে। দলে কোনো গণতন্ত্র নেই। প্রবীণ নেতাদের কোণঠাসা করে রাখা হয়েছে।’