শিয়ালদহ-দমদম লাইনে গার্ডার বদলের কাজ, বাতিল ২৭টি ট্রেন, ভোগান্তির আশঙ্কা

শিয়ালদহ ও দমদমের মাঝে ব্রিজের গার্ডার পরিবর্তনের কাজের জন্য দু’দিন ব্যাপী ব্যাহত হবে ট্রেন চলাচল। রেল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ২৮ জুন রাত ১০টা ১৫ মিনিট থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত চলবে এই কাজ। এর ফলে বাতিল করা হয়েছে মোট ২৭টি ট্রেন—শনিবার ১৪টি ও রবিবার ১৩টি। বেশ কিছু ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে। নিত্যযাত্রীদের ভোগান্তি এড়াতে রেল চালাবে বিশেষ ট্রেনও।

শনিবার বাতিল ট্রেন (১৪টি):

  • শিয়ালদহ–গোবরডাঙ্গা (33685) ও ফিরতি (33686)
  • শিয়ালদহ–কৃষ্ণনগর সিটি (31838)
  • শিয়ালদহ–বারাসাত (33401, 33447) ও ফিরতি (33402, 33436)
  • শিয়ালদহ–দত্তপুকুর (33621) ও ফিরতি (33628)
  • বারাকপুর–শিয়ালদহ (31236)
  • দমদম–বারাকপুর (33231) ও ফিরতি (33232)
  • দমদম–গোবরডাঙ্গা (33271)
  • শিয়ালদহ–বনগাঁ (33859) ও ফিরতি (33858)
  • শিয়ালদহ–নৈহাটি (31429, 31435, 31445, 31447) ও ফিরতি (31436, 31438, 31444, 31446)
  • শিয়ালদহ–রানাঘাট (31601, 31623, 31629, 31631) ও ফিরতি (31602, 31636)
  • বিধাননগর–বারাকপুর (31261)
  • শিয়ালদহ–বারাকপুর (31239) ও ফিরতি (31238)
  • শিয়ালদহ–হাসনাবাদ (33533) ও ফিরতি (33538)
  • শিয়ালদহ–শান্তিপুর (31541) ও ফিরতি (31538)

রবিবার বাতিল ট্রেন (১৩টি):

  • শিয়ালদহ–দত্তপুকুর (33613) ও ফিরতি (33612, 33616)
  • শিয়ালদহ–হাসনাবাদ (33513) ও ফিরতি (33514)
  • বারাসাত–শিয়ালদহ (33432)
  • বারাসাত–দত্তপুকুর (33357)
  • শিয়ালদহ–বারাকপুর (31213, 31221) ও ফিরতি (31214)
  • শিয়ালদহ–শান্তিপুর (31513) ও ফিরতি (31512, 31514)
  • শিয়ালদহ–গেদে (31913) ও ফিরতি (31912)
  • শিয়ালদহ–নৈহাটি (31471, 31415) ও ফিরতি (31412)
  • শিয়ালদহ–কৃষ্ণনগর সিটি (31815, 31817) ও ফিরতি (31812, 31818)
  • শিয়ালদহ–কল্যাণী সীমান্ত (31311, 31313, 31315) ও ফিরতি (31312, 31314, 31316)
  • শিয়ালদহ–রানাঘাট (31615, 31617) ও ফিরতি (31612, 31614)
  • শিয়ালদহ–বনগাঁ (33813, 33821) ও ফিরতি (33818, 33822)
  • শিয়ালদহ–হাবরা (33651, 33653) ও ফিরতি (33652)

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক