ভাঙড়ে পৌঁছে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা রাজ্যপালের

পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পেশ ঘিরে দফায় দফায় অশান্ত হয়েছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। শুক্রবার ভাঙড় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

গত তিন দিন ধরে যে সব ভাঙড়ের যে সব রাস্তায় রণক্ষেত্রের চিত্র দেখা গিয়েছে, সে সব জায়গা ঘুরে দেখেন রাজ্যপাল। কথা বললেন পুলিশ আধিকারিকদের সঙ্গেও।

বৃহস্পতিবার যেখানে বিজয়গঞ্জ বাজার এলাকায় গোলাগুলি চলেছিল, সেখানে গাড়ি থেকে নেমে পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলেন তিনি। গতকাল দুই আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠেছে। সেই বিজয়গঞ্জ বাজারে পৌঁছে এলাকা পরিদর্শন করেন রাজ্যপাল। ভাঙড় ১নং ব্লক এবং ভাঙড় ২নং ব্লক অফিসে যান রাজ্যপাল।

বিডিও অফিসে গিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। পাশাপাশি স্থানীয়দের সঙ্গেও কথা বলেন তিনি। পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনার বিবরণ স্থানীয়দের কাছ থেকে জানতে চান রাজ্যপাল।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক