ধনতেরাসের আগে ফের চমক! সোনার দাম ছাড়াল ১ লক্ষ ৩০ হাজার, রুপোয় সামান্য স্বস্তি

ধনতেরাসের ঠিক আগেই ফের চমক দিল সোনার বাজার। শুক্রবার কলকাতায় ২৪ ক্যারেট বিশুদ্ধতার ১০ গ্রামের সোনার দর ছাড়াল ১ লক্ষ ৩০ হাজার টাকার গণ্ডি। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের প্রকাশিত হালনাগাদ দরে দেখা যাচ্ছে, শুক্রবার ২৪ ক্যারেট সোনার দাম হয়েছে ১ লক্ষ ৩১ হাজার ৬০০ টাকা। বৃহস্পতিবার একই দরের সোনা ছিল ১ লক্ষ ২৮ হাজার ৪০০ টাকা। অর্থাৎ, মাত্র একদিনের ব্যবধানে বেড়েছে তিন হাজার টাকারও বেশি।

শুধু তাই নয়, ২২ ক্যারেট বিশুদ্ধতার গয়না তৈরির সোনার দামেও দেখা গেছে রেকর্ড বৃদ্ধি। বৃহস্পতিবার যেখানে দাম ছিল ১ লক্ষ ২২ হাজার ১০০ টাকা, শুক্রবার তা বেড়ে পৌঁছেছে ১ লক্ষ ২৫ হাজার ১০০ টাকায়। এর সঙ্গে যোগ হবে ৩ শতাংশ হারে জিএসটি। অর্থাৎ, খুচরে ক্রেতার ক্ষেত্রে কার্যকর দাম আরও অনেকটা বেশি হবে।

অন্যদিকে রুপোর বাজারে কিছুটা স্বস্তি মিলেছে শুক্রবার। এক কেজি খুচরো রুপোর দাম শহরে ছিল ১ লক্ষ ৭৩ হাজার ৭০০ টাকা, যা মঙ্গলবারের তুলনায় কম। গত মঙ্গলবার দাম ছিল ১ লক্ষ ৮৫ হাজার ৪০০ টাকা প্রতি কেজি।

বুলিয়ান মার্চেন্টসদের মতে, প্রাক-ধনতেরাসের কেনাকাটায় শহরে ক্রেতাদের উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই বিশ্বাস করেন, এই শুভ দিনে সোনা-রুপো কেনা সৌভাগ্যের প্রতীক। যদিও ক্রমবর্ধমান দামের কারণে মাঝারি শ্রেণির ক্রেতাদের মধ্যে কিছুটা উদ্বেগও দেখা দিয়েছে।

Related posts

গোর্খা বিষয়ক আলোচনায় কেন্দ্রের নিয়োগে ক্ষোভ মমতার, সরাসরি চিঠি প্রধানমন্ত্রীর উদ্দেশে

প্রয়াত পরিচালক গৌতম ঘোষের স্ত্রী নীলাঞ্জনা ঘোষ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

কালীপুজোয় বিশেষ মেট্রো পরিষেবা, রাতে বাড়ছে শেষ ট্রেনের সময়