প্রথম পাতা খবর জোকা-মাঝেরহাট মেট্রো যাত্রীদের জন্য সুখবর, ৫ মে থেকে দ্বিগুণ ট্রেন, কমবে অপেক্ষার সময়

জোকা-মাঝেরহাট মেট্রো যাত্রীদের জন্য সুখবর, ৫ মে থেকে দ্বিগুণ ট্রেন, কমবে অপেক্ষার সময়

345 views
A+A-
Reset

কলকাতা মেট্রোর পার্পল লাইন ব্যবহারকারীদের জন্য আসছে বড় সুখবর। জোকা-মাঝেরহাট রুটে চলাচলকারী ট্রেনের সংখ্যা বাড়াতে চলেছেন মেট্রো রেল কর্তৃপক্ষ।

মেট্রো জানিয়েছে, সোমবার অর্থাৎ ৫ মে থেকে প্রতিদিন আপ ও ডাউন মিলিয়ে মোট ৪০টি ট্রেন চালানো হবে এই লাইনে। এতদিন যেখানে মাত্র ১৮টি ট্রেন চলত (৯টি আপ, ৯টি ডাউন), এখন প্রতিটি দিকেই ২০টি করে ট্রেন চলবে।

এর পাশাপাশি কমে যাবে ট্রেনের জন্য অপেক্ষার সময়ও। আগে প্রতি ৫০ মিনিটে একটি করে ট্রেন চললেও, এখন ২২ মিনিট অন্তর ট্রেন মিলবে।

তবে আগের মতোই শনি ও রবিবার এই লাইনে কোনও ট্রেন পরিষেবা থাকবে না।

নতুন সময়সূচি:

  • মাঝেরহাট থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৮:২৭ মিনিটে (আগে ছিল ৮:৫৫)।
  • জোকা থেকে প্রথম ট্রেন আগের মতোই সকাল ৮:৩০ মিনিটে।
  • মাঝেরহাট থেকে শেষ ট্রেন বিকেল ৩:২৮ মিনিটে (আগে ছিল ৩:৩৫)।
  • জোকা থেকে শেষ ট্রেন এখন বিকেল ৩:২৮ মিনিটে (আগে ছিল ৩:১০)।

এই সিদ্ধান্তে দক্ষিণ-পশ্চিম কলকাতার বহু যাত্রীর দৈনন্দিন যাত্রা আরও সহজ ও দ্রুত হবে বলে মনে করছে অনেকে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.