রোজভ্যালি মামলায় আমানতকারীদের জন্য বড় স্বস্তি। ভুবনেশ্বরের খুরদা আদালতের অনুমোদনে রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি (ADC) এবার ৪৫০ কোটি টাকা ফেরত দিতে চলেছে।
ইডির বাজেয়াপ্ত করা ৩৩২.৭৬ কোটি টাকার ফিক্সড ডিপোজিট সুদ-আসলে বেড়ে ৪৫০ কোটি টাকায় পৌঁছেছে। ইতিমধ্যে ২২ কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে।
টাকা ফেরত পেতে হলে www.rosevalleyadc.com ওয়েবসাইটে গিয়ে বৈধ নথি জমা দিতে হবে। যাচাইয়ের পরই টাকা ফেরত মিলবে। এই খবরে স্বস্তি পেতে পারেন আমানতকারীরা।