শুরু হল হলদিয়া – করুণাময়ী রুটে সরকারি বাস পরিষেবা। সোমবার দক্ষিণ বঙ্গ রাজ্য পরিবহণ নিগমের এই বাস সকাল ৬.৩০ মিনিটে পূর্ব মেদিনীপুরের হলদিয়া ডিপো থেকে ছেড়ে নন্দকুমার, কোলাঘাট, সলপ, দক্ষিণেশ্বর, ডানলপ, এয়ারপোর্ট তিন নম্বর ও এক নম্বর গেট, চিনার পার্ক, হলদিরাম, ইকোপার্ক, বিশ্ববাংলা, কলেজ মোড় হয়ে করুণাময়ী পৌঁছয়।
ফিরতি যাত্রায় দুপুর ৩.১৫ য় বাসটি করুণাময়ী থেকে ছেড়ে একই রুট ধরে হলদিয়া পৌঁছয়।
হলদিয়া – করুণাময়ী রুটে প্রতিদিন সকাল ৬.৩০ মিনিটে হলদিয়া থেকে এবং দুপুর ৩.১৫ য় করুণাময়ী থেকে বাস ছাড়বে। সময় লাগবে চার ঘণ্টা। ভাড়া ১৩০ টাকা।