হলদিয়া-করুণাময়ী রুটে শুরু হল সরকারি বাস পরিষেবা

শুরু হল হলদিয়া – করুণাময়ী রুটে সরকারি বাস পরিষেবা। সোমবার দক্ষিণ বঙ্গ রাজ্য পরিবহণ নিগমের এই বাস সকাল ৬.৩০ মিনিটে পূর্ব মেদিনীপুরের হলদিয়া ডিপো থেকে ছেড়ে নন্দকুমার, কোলাঘাট, সলপ, দক্ষিণেশ্বর, ডানলপ, এয়ারপোর্ট তিন নম্বর ও এক নম্বর গেট, চিনার পার্ক, হলদিরাম, ইকোপার্ক, বিশ্ববাংলা, কলেজ মোড় হয়ে করুণাময়ী পৌঁছয়।

ফিরতি যাত্রায় দুপুর ৩.১৫ য় বাসটি করুণাময়ী থেকে ছেড়ে একই রুট ধরে হলদিয়া পৌঁছয়।

হলদিয়া – করুণাময়ী রুটে প্রতিদিন সকাল ৬.৩০ মিনিটে হলদিয়া থেকে এবং দুপুর ৩.১৫ য় করুণাময়ী থেকে বাস ছাড়বে। সময় লাগবে চার ঘণ্টা। ভাড়া ১৩০ টাকা।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক