প্রথম পাতা খবর আজ রাজভবনে মুখোমুখি রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী

আজ রাজভবনে মুখোমুখি রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী

201 views
A+A-
Reset

কলকাতা: সোমবার বিকেল সাড়ে পাঁচটায় রাজভবনে সাক্ষাৎ করতে চলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত এটি একটি সৌজন্য বৈঠক বলে মনে হলেও এর রাজনৈতিক গুরুত্ব কম নয়।

সূত্রের খবর অনুযায়ী, রাজ্যপাল নিজে মুখ্যমন্ত্রীকে এই বৈঠকের আমন্ত্রণ জানিয়েছেন। সাম্প্রতিক কালে রাজ্যপাল সরকারের সঙ্গে সংঘাত এড়ানোর বার্তা দিচ্ছেন, যা এই বৈঠককে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। এর আগে ছয় নবনির্বাচিত বিধায়কের শপথবাক্য পাঠের ক্ষেত্রে রাজ্যপাল কোনও জটিলতা তৈরি না করে সরাসরি বিধানসভায় শপথগ্রহণ করিয়েছেন। আবার উপাচার্য নিয়োগ ইস্যুতেও সুপ্রিম কোর্টের নির্দেশের পরে রাজ্যপাল কিছুটা নমনীয় অবস্থান নিয়েছেন।

মুখ্যমন্ত্রীও এই সৌজন্য প্রদর্শনে সাড়া দিয়েছেন। রাজভবনে রাজ্যপালের আমন্ত্রণে গিয়ে চা-চক্রে যোগ দেবেন তিনি। সূত্র বলছে, বৈঠকে উপাচার্য নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।

এর আগে ১৫ আগস্টের স্বাধীনতা দিবসে রাজভবনে প্রথাগত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলেও রাজ্যপালের সঙ্গে তেমন কথাবার্তা হয়নি। সেই সময় রাজ্যপাল সরকারের বিরোধিতার সুরে বিল আটকে রাখার মতো কার্যকলাপ চালাচ্ছিলেন। সেই প্রেক্ষিতে তৃণমূলও রাজ্যপালের বিরুদ্ধে সরব হয়েছিল।

তবে সাম্প্রতিক সময়ে রাজ্যপাল ও রাজ্য সরকারের মধ্যে সম্পর্ক কিছুটা মসৃণ হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। রাজ্যপালের তরফে নমনীয়তার ইঙ্গিত এবং মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে আমন্ত্রণ গ্রহণ, দুই পক্ষই সংঘাত এড়ানোর দিকে এগোচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

রাজ্য সরকারের আশা, এই বৈঠকের মাধ্যমে রাজভবনকেন্দ্রিক প্রশাসনিক জট কাটবে এবং একাধিক প্রকল্প দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আজ বিকেলে রাজভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.