জলঙ্গি: মুর্শিদাবাদের সাগরপাড়া থানার খয়েরতলা এলাকায় রবিবার রাতে ভয়াবহ বোমা বিস্ফোরণে চাঞ্চল্য ছড়িয়েছে। এই বিস্ফোরণের জেরে তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন মামুন মোল্লা, সাকিরুল সরকার এবং মুস্তাকিন সেখ। বিস্ফোরণের তীব্রতায় পাকা বাড়ির ছাদ উড়ে গিয়েছে এবং বাড়ি ভেঙে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় মামুন মোল্লার বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল। সেই সময় আচমকাই ভয়ানক বিস্ফোরণ ঘটে। মৃতদের মধ্যে মুস্তাকিন সেখের বাড়ি মাহাতাব কলোনি এলাকায়, এবং মামুন মোল্লা ও সাকিরুল সরকারের বাড়ি খয়েরতলা এলাকায়।
বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে পুলিশ অনুমান করছে যে, বোমা বাঁধার কাজ চলাকালীন এই বিস্ফোরণ ঘটেছে।
জলঙ্গির এই এলাকা বাংলাদেশের সীমান্ত লাগোয়া হওয়ায় অনুপ্রবেশের ঝুঁকির বিষয়টিও মাথায় রেখে তদন্ত শুরু হয়েছে। বিস্ফোরণের পেছনে কোনও বড় ষড়যন্ত্র বা অন্য উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
এই ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। সীমান্তবর্তী অঞ্চলে বেড়ে চলা অপরাধমূলক কর্মকাণ্ড এবং নিরাপত্তা ব্যবস্থার গুরুত্ব নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।