প্রথম পাতা খবর রাজভবনের সিঁড়ি দিয়ে কাঁদতে কাঁদতে নামছেন অভিযোগকারিণী! পুলিশের হাতে আরেক সিসি ক্যামেরার ফুটেজ

রাজভবনের সিঁড়ি দিয়ে কাঁদতে কাঁদতে নামছেন অভিযোগকারিণী! পুলিশের হাতে আরেক সিসি ক্যামেরার ফুটেজ

320 views
A+A-
Reset

কলকাতা: রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ বিতর্কে ঘটনার দিনের ফুটেজ দেখানো হয়েছে রাজভবনের তরফে। তবে, রাজভবনের ভিতরের কোনো দৃশ্য ছিল না তাতে। রাজভবন যা দেখায়নি, অর্থাৎ ভিতরের সেই সব সিসি ক্যামেরার ফুটেজ কলকাতা পুলিশের হাতে এসেছে।

রাজভবনের তরফ থেকে যে সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছ, তাতে শুধুমাত্র অভিযোগকারিণীর গতিবিধিই চোখে পড়েছে। দু’টি সিসি ক্যামেরার ফুটেজই সামনে আনা হয়েছে। একটি ফুটেজে দেখা গিয়েছে, হন্তদন্ত হয়ে ওই তরুণী প্রথমে রাজভবনের ওসি-র ঘরে যাচ্ছেন, সেখান থেকে বেরিয়ে পের আবার অ্যাডিশনাল ওসি-র ঘরে ঢুকছেন। আর পুলিশের হাতে আসা সিসি ক্য়ামেরার ফুটেজে কী রয়েছে?

লালবাজার সূত্রে খবর, রাজ্যের পূর্ত দফতর থেকে রাজভবনের সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পূর্ত দফতরই রাজভবনের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে। সেই ফুটেজে অভিযোগকারিণী মহিলাকে রাজভবনের সিঁড়ি দিয়ে কাঁদতে কাঁদতে দোতলা থেকে নেমে আসতে দেখা গিয়েছে। তাতেই পুলিশের একাংশের মনে প্রশ্ন জেগেছে, দোতলায় কনফারেন্স রুমে কী এমন ঘটল যে, সিঁড়ি দিয়ে কাঁদতে কাঁদতে নেমে এলেন মহিলা?

লালবাজার সূত্রে খবর, অভিযোগকারিণী মহিলা যে দিন পুলিশের কাছে শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন, সেই দিন অর্থাৎ ২ মে-র ফুটেজে দেখা গিয়েছে, বিকেল ৫টা ১৮ মিনিট নাগাদ রাজভবনের সিঁড়ি দিয়ে দোতলা থেকে একতলায় নেমে আসছেন অভিযোগকারিণী মহিলা। তাঁর পিছনে আর এক মহিলাকেও নেমে আসতে দেখা গিয়েছে। রাজভবনের আরও কয়েক জন কর্মচারীকেও সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে। এর পর মহিলাকে রাজভবনের এক বিশেষ সচিবের ঘরে যেতে দেখা যায়। পরে বিকেল ৫টা ৩২/৩৩ মিনিট নাগাদ মহিলাকে পুলিশ আউটপোস্টের দিকে যেতে দেখা যায়। গত বৃহস্পতিবার রাজভবন থেকে ফুটেজ দেখানো হয়, তাতে অভিযোগকারিণী মহিলাকে পুলিশ আউটপোস্টের দিকেই যেতে দেখা গিয়েছে।

উল্লেখ্য, রাজভবনের সিসিটিভি ফুটেজ চেয়ে চিঠি দিয়েছিল লালবাজার। কিন্তু ‘সচ কা সামনা’ বলে এক অনুষ্ঠানের ঘোষণা করে ‘পুলিশকে নয়,জনতাকে ফুটেজ দেখানো’র সিদ্ধান্ত নেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যদিও, পুলিশ সূত্রে খবর, রাজভবন থেকে যে ফুটেজ দেখানো হয়েছে, সেটি আসলে মহিলার রাজভবন থেকে বেরিয়ে আসার ফুটেজ। অন্য দিকে, জনতাকে এভাবে রাজভবনের সিসিটিভি ফুটেজ দেখানোর পরই মুখ খোলেন অভিযোগকারিণী। বলেন, “এখন যা পরিস্থিতি, আমার আত্মহত্যা করা ছা়ড়া আর কোনও উপায় নেই!”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.