কলকাতা: রাজ্য বিধানসভায় পাশ হওয়া ধর্ষণ-বিরোধী বিল, ‘দ্য অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড (ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৪’, শুক্রবার রাজ্যপাল সিভি আনন্দ বোস রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে বিবেচনার জন্য পাঠিয়েছেন। তবে এর আগে রাজ্যপাল জানিয়েছিলেন, প্রয়োজনীয় ‘টেকনিক্যাল রিপোর্ট’ না থাকায় তিনি বিলে সম্মতি দিতে পারছিলেন না। শুক্রবার সেই রিপোর্ট পাওয়ার পর বিলটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়, কিন্তু তার সঙ্গে বেশ কিছু মন্তব্যও যুক্ত করেছেন রাজ্যপাল।
রাজভবনের তরফে শুক্রবার রাতে প্রকাশিত একটি বিবৃতিতে জানানো হয়, রাজ্য সরকার থেকে ‘টেকনিক্যাল রিপোর্ট’ পাওয়ার পরে রাজ্যপাল বিলটি রাষ্ট্রপতির বিবেচনার জন্য পাঠিয়েছেন। তবে বিল সংক্রান্ত বিস্তারিত তথ্যপ্রদানে বিধানসভা সচিবালয়ের ব্যর্থতার জন্য রাজ্যপাল বিরক্তি প্রকাশ করেছেন।
রাজ্যপাল মনে করছেন, এই বিল নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে সাংবিধানিক অধিকারগুলি পালনের ক্ষেত্রে ব্যর্থতা দেখা গেছে।
এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিলটি নিয়ে রাজ্যপালের সম্মতি না দিলে রাজভবনের বাইরে ধর্নার হুমকি দিয়েছিলেন। রাজ্যপাল মুখ্যমন্ত্রীর এই ধরনের আচরণে অসন্তোষ প্রকাশ করেছেন এবং রাজ্য সরকারকে আইনি ও সাংবিধানিক নিয়ম মেনে কাজ করার পরামর্শ দিয়েছেন। ‘অপরাজিতা’ বিলটি পাশ হওয়ার পর থেকেই তা নিয়ে রাজ্যপাল ও রাজ্য সরকারের মধ্যে টানাপড়েন দেখা দিয়েছে।
বিলটি ধর্ষণ ও মহিলাদের প্রতি অপরাধের ক্ষেত্রে কড়া শাস্তি দেওয়ার জন্য প্রণীত হয়েছে। তবে এই আইনি প্রক্রিয়া কীভাবে অগ্রসর হবে, তা এখন রাষ্ট্রপতির বিবেচনার ওপর নির্ভর করছে।