কলকাতা: সরস্বতীপুজোর দিন ‘হাতেখড়ি’ সেরেই, বৃহস্পতিবার রাতেই দিল্লি গেলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। একটি মহলের দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডাকে তাঁর এই দিল্লি যাত্রা।
সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর তলবে দিল্লি যেতে হয়েছে রাজ্যপালকে। ‘হাতেখড়ি’ অনুষ্ঠানে রাজ্যপালের গলায় ‘জয় বাংলা’ ধ্বনি শোনা যাওয়ায় এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। এ ব্যাপারে একাংশের দাবি, এর জেরেই তাঁকে দিল্লিতে তলব করা হয়েছে। যদিও এই নিয়ে রাজভবনের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি।
রাজভবনের ওই অনুষ্ঠান এড়ালেও কলকাতায় অন্য একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুভেন্দু সংবাদমাধ্যমকে বলেন, ‘‘জানি উনি রাতেই দিল্লি যাচ্ছেন। শুক্রবার রাজধানীতে ওঁর সঙ্গে অনেক বিশিষ্ট মানুষের দেখা ও কথা হবে।’’ তবে সরকারি ভাবে এখনও জানা যায়নি, রাজ্যপাল কেন দিল্লি যাচ্ছেন বা কার সঙ্গে কথা বলতে যাচ্ছেন।
অন্য দিকে, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ টুইটারে লেখেন, “রাজ্যপালের দিল্লি সফর পূর্ব নির্ধারিত কর্মসূচি।
তা গোপন করে যারা অন্য গল্প দিচ্ছেন এবং তলবজনিত চিত্রনাট্য লিখছেন, সেটা উদ্দেশ্যপ্রণোদিত।
রাজভবনের উপর চাপের অপচেষ্টা বিজেপি চালাচ্ছে সেটা ঠিক। কিন্তু রাজ্যপালকে তলবের গল্প রটিয়ে দিল্লির দাদাগিরি প্রতিষ্ঠা যেন না করা হয়”।