প্রথম পাতা খবর রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে উদ্বেগ রাজ্যপাল, রাতে রিপোর্ট তলব মুখ্যসচিবের কাছে

রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে উদ্বেগ রাজ্যপাল, রাতে রিপোর্ট তলব মুখ্যসচিবের কাছে

57 views
A+A-
Reset

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের উদ্বেগ প্রকাশ রাজ্যপালের। বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিশদে জানতে মুখ্যসচিবকে তলব করলেন তিনি। শুক্রবার রাত ১০টার মধ্যে সশরীরে হাজিরার নির্দেশ রাজ্যপালের।

রাজ্যপালের সই করা ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, গতকাল থেকে রাজ্যের উদ্বেগজনক আইন শৃঙ্খলা পরিস্থিতি, আজকের একটি মৃত্যুর ঘটনারও খবর পাওয়া গিয়েছে, তারই পরিপ্রেক্ষিতে আজ রাত ১০টার মধ্যে মুখ্যসচিবের কাছ থেকে সশরীরে উপস্থিত থেকে রিপোর্ট চাওয়া হচ্ছে। শান্তি স্থাপনের জন্য সবরকম উদ্যোগ নেওয়ার জন্য বলা হয়েছে।

https://twitter.com/jdhankhar1/status/1535221592971956226?s=20&t=KRL8WXHMO1OkVUzLCDbnhQ

শুক্রবার বিকেলে টুইট করে ক্ষোভপ্রকাশ করেন রাজ্যপাল। পার্কসার্কাসে গুলি চলার ঘটনার কথা উল্লেখ করেন টুইটে। এছাড়া হজরত মহম্মদকে নিয়ে বিজেপি নেতানেত্রীর আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে জাতীয় সড়কে একটানা ১১ ঘণ্টা অবরোধের কথাও টুইটে উল্লেখ করেন রাজ্যপাল। প্রশাসন অবরোধকারীদের হঠাতে উপযুক্ত ব্যবস্থা নেয়নি বলেই দাবি তাঁর। এই দু’টি পৃথক ঘটনার পর রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে আলোচনার জন্য মুখ্যসচিব তলব করলেন রাজ্যপাল।

আরও পড়ুন :

অসুস্থ সাংবাদিকের পাশে রাজ্য সরকার

উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পর সফল ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল, প্রথম অদিশা দেবশর্মা, প্রাপ্ত নম্বর ৪৯৮

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.