প্রথম পাতা খবর এ বার ওমপ্রকাশ মিশ্রর বিরুদ্ধে তদন্তের নির্দেশ রাজ্যপালের

এ বার ওমপ্রকাশ মিশ্রর বিরুদ্ধে তদন্তের নির্দেশ রাজ্যপালের

405 views
A+A-
Reset

কলকাতা: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অন্তর্বর্তী উপাচার্য ওমপ্রকাশ মিশ্রর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

ওমপ্রকাশের বিরুদ্ধে দুর্নীতি, নৈতিক অধঃপতন, বেনিয়ম, অশোভন আচরণ-সহ একাধিক অভিযোগের তদন্তের নির্দেশ রাজ্যপালের। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসাবে ওমপ্রকাশ প্রায় তিন মাস দায়িত্বে ছিলেন।

জানা গিয়েছে, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য থাকাকালীন ওমপ্রকাশের বিরুদ্ধে নানা দুর্নীতি এবং বেনিয়মের অভিযোগ ওঠে। সেইসব অভিযোগেরই তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

সাম্প্রতিক ঘটনাপ্রবাহে অনুমান, শিক্ষা দফতরের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে রাজ্যপালের। নানা বিষয়ে মতপার্থক্য সামনে আসছে। উপাচার্য নিয়োগ ইস্যু তার মধ্যে অন্যতম। রাজভবনের কার্যকলাপের প্রতিবাদ করে আগেই সরব হয়েছিলেন ওমপ্রকাশ। সাংবাদিক বৈঠক করে একসময় ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। এবার প্রাক্তন এই ভিসির বিরুদ্ধেই উঠল দুর্নীতি ও বেনিয়মের অভিযোগ। তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের নির্দেশ রাজভবনের।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.