কলকাতা: তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের পাড়ার পুজো সুকিয়া স্ট্রিটের রামমোহন সম্মিলনীর পুজো। মহাষ্টমীর সকালে সেই পুজোয় অঞ্জলি দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
এই পুজো কমিটির চেয়ারম্যান কুণাল ঘোষ। রবিবার, অষ্টমীর সকালে রামমোহন সম্মিলনীর ঠাকুর দেখতে পৌঁছে যান রাজ্যপাল বোস। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কুণাল ঘোষও। রাজ্যপাল গাড়ি থেকে নামার পর তাঁকে নিয়ে রামমোহন সম্মিলনীর মণ্ডপের ভিতরে ঢোকেন তৃণমূল মুখপাত্র। মণ্ডপের ভিতরের সাজসজ্জা ঘুরে দেখেন রাজ্যপাল। পুজোর থিম ও ভাবনার কথা রাজ্যপালকে বুঝিয়ে দেন কুণাল। রামমোহন সম্মিলনীর মণ্ডপে অষ্টমীর অঞ্জলিও দেন বোস।
উল্লেখ্য, সম্প্রতি দুর্গাপুজোর প্রাক্কালে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে রাজভবনে গিয়ে দেখা করেন কুণাল ঘোষ। আর তাতেই নানা গুঞ্জন শুরু হয়ে যায় রাজ্য-রাজনীতিতে। তবে রাজভবনে গিয়ে রাজ্যপালকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে এসেছেন কুণাল ঘোষ বলে খবর। রাজভবন থেকে বেরিয়ে অবশ্য কুণাল ঘোষ সাংবাদিকদের জানান, গোটা বিষয়টাই উৎসবের মরশুমে সৌজন্য সাক্ষাৎ মাত্র।