কলকাতা: তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকারের শপথ নিয়ে নতুন জটিলতা। চিঠি পাঠালেন রাজ্যপাল। কী লিখলেন তিনি?
বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার রেয়াত হোসেন সরকারের। সোমবার থেকে শুরু হওয়া বিধানসভার অধিবেশনে যোগ দেওয়ার কথা তাঁদের। কিন্তু তার আগেই তাঁদের চিঠি পাঠিয়ে রাজ্যপাল কার্যত হুঁশিয়ারি দিলেন। জানালেন, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে নেওয়া তাঁদের শপথ অসংবিধানিক। বিধানসভার তরফে যে নিয়মের কথা বলা হচ্ছে, তা সংবিধানের উপরে নয়। সেদিক থেকে আইন অনুযায়ী, স্পিকার যে শপথ করাচ্ছেন, তা বেআইনি।
ই-মেলে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সঠিক পদ্ধতিতে শপথ না নিয়ে কেউ অধিবেশনে যোগ দিলে তাঁকে সমস্যায় পড়তে হতে পারে, তারও কথা তুলে ধরা হয়েছে চিঠিতে। বলা হয়েছে, সঠিক শপথ ছাড়া কেউ বিধানসভার অধিবেশনে যোগ দিলে বা ভোটাভুটি বা প্রশ্নোত্তর পর্বে যোগ দিলে তা অবৈধ। প্রতিদিন ৫০০ টাকা জরিমানা করার কথা বলা আছে সংবিধানে। সুপ্রিম কোর্টে এই নিয়ে কী রুল আছে, তারও একটি বিস্তারিত ঘটনা তুলে ধরা হয়েছে।
প্রসঙ্গত, সায়ন্তিকা এবং ভগবানগোলা কেন্দ্রে জয়ী রেয়াতকে গত ৫ জুলাই শপথবাক্য পাঠ করিয়েছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। যদিও রাজ্যপাল বোস শপথবাক্য পাঠ করানোর দায়িত্ব দিয়েছিলেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে।