শাহ সাক্ষাৎ পশ্চাৎ মুখ্যমন্ত্রীকে ফের চিঠি রাজ্যপালের

দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করে কলকাতায় ফিরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আরেক প্রস্ত বিতর্কে জড়ালেন রাজ্যপাল জগদীপ ধনকর। মমতারে কাছে লেখা এক চিঠিতে তিনি এই সপ্তাহে মুখ্যমন্ত্রীকে তাঁর সঙ্গে দেখা করতে আমন্ত্রণ জানিয়েছেন।

সেই সাক্ষাতে তিনি রাজ্যের ক্রমশ খারাপ হওয়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে চান। বিশেষ করে, রামপুরহাট কাণ্ডকে ঘিরে রাজ্য বিধানসভায় ঘটা উদ্বেগজনক ঘটনা নিয়ে কথা বলতে আগ্রহী তিনি।

চিঠিতে ধনখড় লিখেছেন, মুখ্যমন্ত্রী যেভাবে রামপুরহাট নিয়ে সিবিআই তদন্তের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন তাতে তিনি বেশ উদ্বিগ্ন। ওই তদন্ত হাইকোর্টের নজরদারিতে হচ্ছে। তা নিয়ে যে কোনও কাজ আইনমাফিক হওয়া উচিত, রাস্তায় নেমে নয়।

ধনকরের কথায়, সংবিধান এবং আইনের দৃষ্টিকোণে রাজ্যের ইতিমধ্যেই ধসে যাওয়া আইনশৃঙ্খলা আরও খারাপ হয়েছে রামপুরহাটের বর্বরতায়। উল্লেখ্য, সোমবার বিধানসভায় গোলমালের পর সন্ধেয় রাজভবনে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যাপের সঙ্গে দেখা করে কেন্দ্রের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন