‘রাজ্যপাল সাংবিধানিক সীমা লঙ্ঘন করেছেন’ বিমান বসু

ডেস্ক: দুদিনের সফরে দিল্লি গিয়েছেন রাজ্যপাল। বুধবার সকালেই একাধিক বৈঠক করেছেন তিনি। আর এরপরেই জাতীয় মানবাধিকার কমিশনের দ্বারস্থ হল রাজ্যপাল। তাঁর এই সফর ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। রাজ্যপাল জগদীপ ধনখড়ের ভূমিকা নিয়ে এ বার তীব্র সমালোচনার সুর ধরলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। 


সাংবাদিক বৈঠকে বিমান বলেন, “রাজ্যপাল সাংবিধানিক সীমা লঙ্ঘন করেছেন। তিনি উত্তরবঙ্গে গেলেন, আরও একাধিক জায়গায় গেলেন, সব জায়গাতেই বিজেপি নেতাদের সঙ্গে নিয়েই ঘুরছেন। তিনি একজন বিজেপি নেতার মতোই কাজ করছেন। এটা একজন রাজ্যপালের ভূমিকা হতে পারে না।” 

আরও পড়ুন: অধীরের আবেদনে সাড়া দিলেন মোদী, পিএম কেয়ার্সের টাকায় রাজ্যে ২৫০ শয্যার ২টি করোনা হাসপাতাল তৈরি করবে DRDO


রাজ্যপাল যেভাবে এদিন জাতীয় মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয়েছেন টা নিয়ে ফের একবার মুখ খুলেছে শাসকদল তৃণমূল। এদিন সুখেন্দু শেখর রায় বলেন, রাজ্যপাল তাঁর এক্তিয়ার ভুলে গিয়েছেন। কোনও রাজনৈতিক দল যেতেই পারে, কিন্তু উনি বিজেপির এজেন্ট টা প্রমাণিত হল আরও একবার। পদ্মপাল বলেও ফের একবার কটাক্ষ তৃণমুলের। সুখেন্দু শেখর রায় আরও বলেন, এই রাজ্যপাল সংবিধানের শত্রু, দেশের শত্রু। এমণকি বাংলার মানুষের শত্রু বলেও এদিন তোপ দাগেন সুখেন্দুবাবু। রাষ্ট্রপতির কাছে কাছে রাজ্যপালের বরখাস্তের দাবি জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন