Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
মুখ্যমন্ত্রীকে পত্র দ্বারা আমন্ত্রণ জানিয়ে রাজভবনে আলোচনায় বসবার প্রস্তাব পাঠালেন রাজ্যপাল - NewsOnly24

মুখ্যমন্ত্রীকে পত্র দ্বারা আমন্ত্রণ জানিয়ে রাজভবনে আলোচনায় বসবার প্রস্তাব পাঠালেন রাজ্যপাল

রাজ্যপাল বনাম মুখ্যমন্ত্রী বিতর্ক ও টানাপোড়েনের মধ্যে এবার স্রোতের বিপরীতে হেঁটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানালেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

রাজভবন-নবান্ন বিতর্ক যখন প্রায় মধ্য গগনে, ঠিক সেই রকম পরিস্থিতিতে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি রাজভবনে আসবার আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে রাজ্যপালের প্রস্তাব এর বিষয়টি রাজ্যপাল জগদীপ ধনখড় নিজেই টুইট করে জানিয়েছেন এবং সামাজিক মাধ্যমকে অবহিত করেছেন।

কিছুদিন আগেই রাজ্যপাল জগদীপ ধনখড়কে টুইটারে ব্লক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে টুইটারে ব্লক করবার পর থেকেই নবান্ন বনাম রাজভবন এর এই বিরোধ সম্পূর্ণ ভিন্ন মাত্রায় পৌঁছে যায়।

পাশাপাশি সংসদেও রাজ্যপাল জগদীপ ধনখড়কে সরানোর জন্য সওয়াল শুরু করে দেয় তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতিতে রাজ্যপাল প্রসঙ্গে দেশের অন্য বিজেপি বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে সহমত তৈরির কাজও শুরু করে দেয় তৃণমূল।

এমনই এক প্রেক্ষাপটে এবার সাংবিধানিক বিষয় নিয়ে থমকে থাকা আলোচনা পর্ব ফের একবার শুরু করতে চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে বিশেষ আমন্ত্রণ জানালেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

মুখ্যমন্ত্রীকে লেখা সেই চিঠিতে রাজ্যপাল জগদীপ ধনখড়
জানিয়েছেন, একাধিক বৈধ প্রশ্নের জবাব মিলছে না। বেশ কিছু বিষয়ে অবিলম্বে আলোচনা দরকার বলেও লিখেছেন। তিনি আরও লিখেছেন, ‘আপনার অবস্থানের জন্য গণতন্ত্র ও সংবিধানকে সুরক্ষিত রাখতে আমার উদ্যোগ ব্যর্থ হচ্ছে। যা রাজ্যকে সাংবিধানিক অচলাবস্থার পথে নিয়ে যেতে পারে। তাই আগামী সপ্তাহে আপনার সুবিধামতো যে কোনও সময় রাজভবনে আসুন। আমরা বসে আলচনা করি।’

Related posts

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন: ১২ রাজ্যে ৫০ কোটি ভোটারের হাতে পৌঁছল এনুমারেশন ফর্ম, বাংলায় বিতরণ ৯৯.৬৪%

৬ ডিসেম্বর সংহতি দিবসকে সামনে রেখে ধর্মতলায় বৃহত্তর সমাবেশ করবে তৃণমূল, উপস্থিত থাকতে পারেন মমতা ও অভিষেক

বিহার নির্বাচনে ভরাডুবির দায় স্বীকার করলেন প্রশান্ত কিশোর, ২০ নভেম্বর পালন করবেন নীরব উপবাস