রাজ্যপাল বনাম মুখ্যমন্ত্রী বিতর্ক ও টানাপোড়েনের মধ্যে এবার স্রোতের বিপরীতে হেঁটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানালেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
রাজভবন-নবান্ন বিতর্ক যখন প্রায় মধ্য গগনে, ঠিক সেই রকম পরিস্থিতিতে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি রাজভবনে আসবার আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে রাজ্যপালের প্রস্তাব এর বিষয়টি রাজ্যপাল জগদীপ ধনখড় নিজেই টুইট করে জানিয়েছেন এবং সামাজিক মাধ্যমকে অবহিত করেছেন।
কিছুদিন আগেই রাজ্যপাল জগদীপ ধনখড়কে টুইটারে ব্লক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে টুইটারে ব্লক করবার পর থেকেই নবান্ন বনাম রাজভবন এর এই বিরোধ সম্পূর্ণ ভিন্ন মাত্রায় পৌঁছে যায়।
পাশাপাশি সংসদেও রাজ্যপাল জগদীপ ধনখড়কে সরানোর জন্য সওয়াল শুরু করে দেয় তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতিতে রাজ্যপাল প্রসঙ্গে দেশের অন্য বিজেপি বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে সহমত তৈরির কাজও শুরু করে দেয় তৃণমূল।
এমনই এক প্রেক্ষাপটে এবার সাংবিধানিক বিষয় নিয়ে থমকে থাকা আলোচনা পর্ব ফের একবার শুরু করতে চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে বিশেষ আমন্ত্রণ জানালেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
মুখ্যমন্ত্রীকে লেখা সেই চিঠিতে রাজ্যপাল জগদীপ ধনখড়
জানিয়েছেন, একাধিক বৈধ প্রশ্নের জবাব মিলছে না। বেশ কিছু বিষয়ে অবিলম্বে আলোচনা দরকার বলেও লিখেছেন। তিনি আরও লিখেছেন, ‘আপনার অবস্থানের জন্য গণতন্ত্র ও সংবিধানকে সুরক্ষিত রাখতে আমার উদ্যোগ ব্যর্থ হচ্ছে। যা রাজ্যকে সাংবিধানিক অচলাবস্থার পথে নিয়ে যেতে পারে। তাই আগামী সপ্তাহে আপনার সুবিধামতো যে কোনও সময় রাজভবনে আসুন। আমরা বসে আলচনা করি।’