উপাচার্য নিয়োগে রাজ্যপালের আপত্তি, সিদ্ধান্ত নেবে আদালতের নির্দেশে গঠিত প্রাক্তন প্রধান বিচারপতির কমিটি

রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী। ফাইল ছবি

রাজ্যের ১৭টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে ফের জট। মুখ্যমন্ত্রীর পছন্দের প্রার্থীদের নিয়ে সুপ্রিম কোর্টে আপত্তি তুলেছেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিচারপতি সূর্য কান্ত ও এনকে সিংহের বেঞ্চ জানিয়ে দিয়েছে, এই ১৭ জনের নাম পর্যালোচনা করবে প্রাক্তন প্রধান বিচারপতি ইউইউ ললিতের নেতৃত্বে গঠিত কমিটি।

সুপ্রিম কোর্টের নির্দেশ মতো প্রতি বিশ্ববিদ্যালয়ের জন্য গঠিত সার্চ কমিটির তিন জনের নামের প্যানেল প্রথমে গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তিনি তাঁর পছন্দ জানিয়েছিলেন। আদালতের নির্দেশ অনুযায়ী, কমিটির সুপারিশ মেনে পরবর্তী পদক্ষেপ হবে।

প্রসঙ্গত, ৩৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইতিমধ্যেই ১৯টিতে উপাচার্য নিয়োগে সম্মতি দিয়েছেন রাজ্যপাল। কিন্তু বাকি ১৭টি ক্ষেত্রে তাঁর আপত্তি থাকায় এখনও পর্যন্ত যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়সহ একাধিক প্রতিষ্ঠানে উপাচার্য নিয়োগ ঝুলে রয়েছে। বিষয়টি ঘিরে ফের সংঘাতে রাজ্য ও রাজভবন।

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?