কলকাতায় এসে মমতার সঙ্গে দেখা করলেন কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান

কলকাতা: বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান।

এ দিন মেদিনীপুরে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা। সেখান থেকে ফিরে তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অনুষ্ঠানে যোগ দেন। ওড়িশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের হাতে চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। ওই অনুষ্ঠানের ফাঁকেই কেরলের রাজ্যপালের সঙ্গে দেখা করেন তিনি।

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী এবং কেরলের রাজ্যপালের মধ্যে বেশ কিছুক্ষণ বৈঠক হয়। তবে তাঁদের মধ্যে ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে, তা আনুষ্ঠানিক ভাবে কোনো তরফেই জানানো হয়নি।

এমনিতে কেরল সরকারের সঙ্গে বেশ কিছু ইস্যুতে বিতর্কে জড়িয়েছেন রাজ্যপাল আরিফ মহম্মদ খান। আচমকা তাঁর মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক মহলেও যথেষ্ট চাঞ্চল্য!

ছবি: রাজীব বসু

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে