নয়াদিল্লি: রবিবার সন্ধেয় দিল্লি গিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। সূত্রের খবর, সোমবার সন্ধেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক রাজ্যপালের।
পঞ্চায়েত নির্বাচনের পর দিনই রাজ্যপালের দিল্লি সফর নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম দাবি করেছিল, দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে পারেন রাজ্যপাল। তাঁকে রাজ্যের ‘নির্বাচনী হিংসা’র বিষয়ে জানাতে পারেন। সোমবার সন্ধ্যায় সম্ভবত সেই কাজটাই করতে চলেছেন তিনি।
শনিবার পঞ্চায়েত ভোটে সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়িয়েছেন রাজ্যপাল। সরেজমিনে দেখেছেন ভোট পরিস্থিতি। জানা গিয়েছে, রাজ্যের পঞ্চায়েত নির্বাচন নিয়ে একটি রিপোর্ট তৈরি করেছেন রাজ্যপাল। সেই রিপোর্ট অমিত শাহের হাতে তুলে দেবেন বলে সূত্রের খবর।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার পর আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও দেখা করবেন রাজ্যপাল বোস।