আজ বিধানসভায় ছয় তৃণমূল বিধায়ককে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী। ফাইল ছবি

কলকাতা: আজ, সোমবার বিধানসভায় শপথ নেবেন সদ্য উপনির্বাচনে জয়ী ছয় তৃণমূল বিধায়ক। রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁদের মন্ত্রগুপ্তির শপথ পাঠ করাবেন। এই শপথগ্রহণ অনুষ্ঠান রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য বহন করছে, কারণ সাম্প্রতিক সময়ে রাজ্য সরকার এবং রাজভবনের মধ্যে সম্পর্কের টানাপোড়েন নিয়ে আলোচনা তুঙ্গে ছিল।

আজকের অধিবেশনে অংশ নিতে বিধানসভায় আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। যদি তা হয়, তবে দীর্ঘ বিরতির পর রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীকে একসঙ্গে দেখা যাবে একটি সরকারি অনুষ্ঠানে।

বিরোধী দল বিজেপি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে কি না, তা এখনও স্পষ্ট নয়।

এদিনের অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমার্ধে প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন। দ্বিতীয়ার্ধে ওয়াকফ বিলের বিরোধিতায় আনা প্রস্তাবে আলোচনা করবেন। অধিবেশন শেষে তিনি বিধানসভায় নিজের ঘরে মন্ত্রিসভার বৈঠক করবেন।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন