বসন্তের পাতা ঝরা মরশুমে জঙ্গলে আগুন লাগার বা লাগানোর প্রবণতা বাড়ছে বাঁকুড়ায়। গত কয়েক বছর ধরে জেলার উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই এই ছবিটাই ফিরে আসে বারবার। এ বিষয়ে তৎপর বন দফতর।
সমস্যার সমাধানের আশায় এবার শুশুনিয়া পাহাড়ে আগুন নিয়ন্ত্রণে বসছে ওয়াচ টাওয়ার ও জলের রিজার্ভার। কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে বন দফতর। পাহাড়ের নিচ থেকে পাম্পের মাধ্যমে একটির পর একটি রিজার্ভারের মাধ্যমে বড়চূড়ার মেন রিজার্ভারে জমা হবে জল। এই মাসের মধ্যেই কাজ শেষ হবে বলে জানিয়েছেন ছাতনা ফরেস্ট রেঞ্জ আধিকারিক এষা বোস।
সেখান থেকে জল সরবরাহ করা হবে। এর ফলে একাধারে যেমন পাহাড়ে আগুন লাগলে সেই জল দিয়ে আগুন নিভিয়ে ফেলার কাজ দ্রুততার সঙ্গে করা যাবে। ঠিক তেমনি বন কর্মীদের পানীয় জলের সমস্যাও মিটবে।
সোনামুখীর জঙ্গল, দক্ষিণ বনবিভাগের সিমলাপাল রেঞ্জের জামবনি সহ একাধিক জঙ্গলে আগুন লাগার খবর প্রকাশ্যে এসেছে। এতে নষ্ট হচ্ছে জঙ্গলের প্রাকৃতিক ভারসাম্য। যথেচ্ছভাবে জঙ্গলে আগুন লাগা বা লাগানোর ঘটনায় বহুমূল্য গাছ পালা নষ্টের পাশাপাশি বিভিন্ন ধরণের পশু, পাখি, সাপ, গোসাপ সহ অন্যান্য জীব জন্তুর অকালমৃত্যু ঘটছে।