সমস্যা শুনে সমাধানের আশ্বাস মুখ‍্যমন্ত্রীর, ২৪ ঘন্টার মধ‍্যেই বোলপুরের আদিবাসী গ্রামে প্রশাসনিক কর্তাব‍্যক্তিরা

বীরভূম : মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে বৃহস্পতিবার সকালেই শান্তিনিকেতনের রূপপুরের বল্লভপুরডাঙা আদিবাসী পাড়ায় হাজির হলেন বিডিও অফিসের আধিকারিক, উপ-প্রধান ও অন্যান্যরা। শুনলেন সকলের সমস্যার কথা। বিভিন্ন সরকারি প্রকল্প থেকে বঞ্চিতদের নাম নথিভুক্ত করে নিলেন।

বীরভূম সফর শেষে কলকাতা ফেরার আগে, বুধবার শান্তিনিকেতনের বল্লভপুরডাঙা আদিবাসী গ্রামে হাজির হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে আদিবাসী মহিলাদের সঙ্গে কথা বলে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা ঠিকমতো পাচ্ছেন কিনা, সে বিষয়ে জানতে চান মুখ‍্যমন্ত্রী। ‘দুয়ারে সরকার’ কর্মসূচি সম্পর্কে সকলকে বোঝান তিনি।

মুখ‍্যমন্ত্রীকে হাতের কাছে পেয়ে গ্রামবাসীরা তাদের সমস্যার কথা তুলে ধরেছিলেন। কেউ জানিয়েছিলেন শৌচাগারের সমস্যার কথা। কেউ আবার বলেছিলেন, তাঁরা সরকারি কোনও প্রকল্পের সুবিধাই পাচ্ছেন না। ঘটনাস্থলে দাঁড়িয়েই দ্রুত পরিষেবা প্রদানের জন‍্য জেলাশাসককে নির্দেশ দিয়েছিলেন মুখ‍্যমন্ত্রী।

তাঁর নির্দেশের ২৪ ঘণ্টার মধ‍্যেই বল্লভপুরডাঙা আদিবাসী পাড়ায় পৌঁছলেন বোলপুরের বিডিও অফিসের আধিকারিক, রূপপুর গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান-সহ আনান্যরা।

মুখ্যমন্ত্রীকে সমস্যা জানাতেই আধিকারিকদের আনাগোনায় আশার আলো দেখছেন ওই এলাকার বাসিন্দারা।

Related posts

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে

চতুর্থীর সন্ধ্যায় অভিষেকের সঙ্গে দীর্ঘ বৈঠক, তৃণমূলে সক্রিয় হওয়ার বার্তা শোভন চট্টোপাধ্যায়ের