শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রো চালুর পথে সবুজ সংকেত!

খুব শীঘ্রই শুরু হতে চলেছে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা। রবিবার ২.৪ কিলোমিটার রুটটি পরিদর্শন করেন কমিশনার অফ রেলওয়ে সেফটি এবং কলকাতা মেট্রোর শীর্ষ আধিকারিকরা।

ভূগর্ভস্থ বউবাজার অঞ্চলে বারবার বিপর্যয় ঘটায় বিশেষ নজর দেওয়া হয়েছিল। তবে এদিনের পরিদর্শনে কোনও ত্রুটি-বিচ্যুতি ধরা পড়েনি বলে মেট্রো সূত্রের খবর। ফলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই শিয়ালদহ-এসপ্ল্যানেড রুট চালুর সম্ভাবনা প্রবল। এই সংযোগের ফলে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো যাত্রা হবে একটানা, যা বিশেষ করে অফিসযাত্রীদের জন্য বড় স্বস্তি বয়ে আনবে।

প্রসঙ্গত, বউবাজারে ২০১৯ সালে ভূগর্ভস্থ কাজ চলাকালীন একাধিক বিপর্যয়ে এই প্রকল্পে বড় ধাক্কা খেয়েছিল। অবশেষে সেই জট কেটে বাস্তবায়িত হতে চলেছে বহু প্রতীক্ষিত হাওড়া-সেক্টর ফাইভ মেট্রো প্রকল্প।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন