Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
জিএসটি কাঠামোয় বড় পরিবর্তন! সস্তা হল দুধ-ডিম-চকোলেট, দাম বাড়ল বিলাসবহুল গাড়ি-সিগারেট - NewsOnly24

জিএসটি কাঠামোয় বড় পরিবর্তন! সস্তা হল দুধ-ডিম-চকোলেট, দাম বাড়ল বিলাসবহুল গাড়ি-সিগারেট

পণ্য পরিষেবা কর (জিএসটি) কাঠামোয় বড় রদবদল করল কেন্দ্রীয় সরকার। বুধবার প্রথম বৈঠকের পর অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, এ বার থেকে জিএসটির দুটি হার কার্যকর হবে— ৫ শতাংশ এবং ১৮ শতাংশ। দীর্ঘদিন ধরে চলা ১২ শতাংশ ও ২৮ শতাংশ হার বাতিল করা হয়েছে। তবে বিলাসবহুল ও ক্ষতিকর পণ্যগুলিকে রাখা হয়েছে ৪০ শতাংশ হারের বিশেষ তালিকায়। নতুন হার কার্যকর হবে আগামী ২২ সেপ্টেম্বর থেকে।

কিসের দাম কমল?

  • দুধ, ছানা, পনির, রুটি, পাউরুটি— সম্পূর্ণ জিএসটি মুক্ত।
  • মাখন, ঘি, তেল, কনডেন্‌সড মিল্ক, চিজ এবং অন্যান্য দুগ্ধজাত পণ্যে জিএসটি ১২% থেকে কমে ৫%।
  • বাদাম, খেজুর, আনারস, আম, পেয়ারা, অ্যাভোকাডো সহ নানা ফলেও কমেছে কর।
  • পশুচর্বি, সসেজ়, সংরক্ষিত মাংস-মাছ, চিনি, পাস্তা, নুডল্‌স, স্প্যাগেটি এবং বিভিন্ন সব্জির জিএসটি কমে ৫%।
  • জ্যাম, জেলি, মাশরুম, নারকেলের জল, সরষে, ভুজিয়া, ২০ লিটারের পানীয় জলেও একই সুবিধা।
  • মধু, চকোলেট, কেক, পেস্ট্রি, আইসক্রিম, স্যুপের মতো খাবারে জিএসটি ১৮% থেকে নেমে ৫%।
  • স্বাস্থ্যবিমা ও জীবনবিমায় জিএসটি সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে।
  • বিড়ির দামও কমছে— পাতায় ১৮% থেকে ৫%, আর বিড়ির জিএসটি ২৮% থেকে কমে ১৮%।
  • সার শিল্পেও স্বস্তি, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, অ্যামোনিয়ার কর ৫%।
  • টিভি, এসি, ছোট গাড়ি ও ৩৫০ সিসি-র নীচে বাইকে ১৮% জিএসটি— দাম কমবে।

কিসের দাম বাড়ল?

  • বিলাসবহুল গাড়ি, রেসিং কার, প্রাইভেট জেট ও বড় মোটরসাইকেলে ৪০% জিএসটি।
  • পান মশলা, অতিরিক্ত চিনি মিশ্রিত পানীয় ও কার্বনযুক্ত সফট ড্রিঙ্কসেও ৪০% কর।
  • সিগারেট, চুরুট, তামাকজাত পণ্যেও একই হারে কর।
  • কয়লার জিএসটি ৫% থেকে বেড়ে হল ১৮%।

অর্থমন্ত্রীর বক্তব্য, “সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যের উপর চাপ কমানোই এই সংস্কারের মূল উদ্দেশ্য। তবে বিলাসবহুল ও স্বাস্থ্যহানিকর পণ্যে বেশি কর আরোপ করে রাজস্ব বাড়ানো হবে।”

Related posts

পশ্চিমি ঝঞ্ঝার জেরে বাড়বে তাপমাত্রা, কলকাতায় এই ঠান্ডা থাকবে কতদিন?

বইমেলায় মেট্রোর বাড়তি সুবিধা, মেলার গেটেই মিলবে টিকিট

শুধু কলকাতায় কেন? আইপ্যাক অভিযানে ‘তথ্য চুরি’র অভিযোগ, ইডিকে নিশানা অভিষেকের