প্রথম পাতা খবর GTA ভোটের দিন ঘোষণা হয়েছে, প্রতিবাদে আজ থেকে অনশনে বসতে চলেছেন বিমল গুরুং

GTA ভোটের দিন ঘোষণা হয়েছে, প্রতিবাদে আজ থেকে অনশনে বসতে চলেছেন বিমল গুরুং

294 views
A+A-
Reset

আগামী ২৬জুন জিটিএ নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। আগামী ২৭মে সরকারি বিজ্ঞপ্তি ঘোষণা করা হবে। এদিন জলপাইগুড়ির ডিভিশনাল কমিশনার এব্যাপারে ঘোষণা করেছেন। আর জিটিএ নির্বাচনের দিন ঘোষণা হতেই ফের বেঁকে বসলেন মোর্চা সুপ্রিমো বিমল গুরুং। প্রতিবাদে আজ থেকে অনশনে বসতে চলেছেন বিমল গুরুং। দার্জিলঙের পাতলে বাসে দলীয় কার্যালয়ের সামনেই অনশন শুরু করার কথা তাঁর। সকাল ১১টা থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হবে অনশন। গতকাল নির্বাচন ঘোষণার পরেই বিমল গুরুং টানা ৫ ঘণ্টা মোর্চার সঙ্গে বৈঠক করেন। তার পরেই মোর্চা সুপ্রিমো অনশনে বসার কথা ঘোষণা করেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের পাহাড় সফরের সময়েই জিটিএ নির্বাচনের দিন নিয়ে আলোচনা হয়েছিল। মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছিলেন শীঘ্রই জিটিএ নির্বাচনের দিন ঘোষণা করবেন তিনি। তারপরে গতকালই সর্বদল বৈঠকের শেষে জিটিএ নির্বাচনের দিন ঘোষণা করা হয়। ২৬ জুন জিটিএ নির্বাচন হবে। ১০ বছর পর পাহাড়ে জিটিএ নির্বাচন হতে চলেছে। যদিও জিটিএ-র বিকল্প দাবি করেছি মোর্চা কিন্তু তাঁদের সেই দাবিকে মান্যতা দেয়া হয়নি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.